নর্থ সাউথে প্রথমবারের মতো সাংবাদিকতা বিভাগে ভর্তি শুরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ১০:০১ AM , আপডেট: ২৫ জুলাই ২০২২, ১১:১৮ AM
প্রথমবারের মত সাংবাদিকতা বিভাগে শিক্ষার্থী ভর্তি চালু করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। ভর্তিচ্ছুরা আগামী ১০ আগস্ট ২০২২ সালের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ৫টি অনুষদের অধিনে ১৭টি বিভাগ রয়েছে। নতুন এই বিভাগ চালু হওয়ার পর মোট বিভাগের সংখ্যা দাঁড়াবে ১৮টি।
মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে মিডিয়া এন্ড জার্নালিজম নামে এই ব্যাচলর ডিগ্রি চালু হচ্ছে।
আগামী ১৩ আগস্ট সকাল ১০টায় নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগ্রহীরা এই লিংকে প্রবেশ করে আবেদন করতে পারবেন।
ডিগ্রির নাম: বিএসএস ইন মিডিয়া এন্ড জার্নালিজম
সাংবাদিকতা বিভাগে যেসব সুযোগ সুবিধা রয়েছে:
১) গ্লোবাল স্ট্যান্ডার্ড পাঠ্যক্রম;
২) তত্ত্ব এবং অনুশীলনের উপর জোর দেওয়া;
৩) বিদেশী ডিগ্রিসহ উচ্চ যোগ্য অনুষদ;
৪) ক্যাম্পাস টিভি, রেডিও এবং ডিজিটাল ল্যাব;
৫) মিডিয়া শিল্পের সাথে দৃঢ় সম্পর্ক।
যোগাযোগের জন্য কল করুন: ০১৭৬৪৯৬৪৪৬৯