রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখোঁজ, থানায় জিডি

০৪ জুলাই ২০২২, ০৮:৪৭ AM
শিক্ষার্থী ওয়াহিদ হাসান

শিক্ষার্থী ওয়াহিদ হাসান © সংগৃহীত

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াহিদ হাসান (২১) নিখোঁজ হয়েছেন।

গত শনিবার (২ জুলাই) রাজধানীর আদাবর এলাকার বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলে বেরিয়ে আর ফেরেননি তিনি।

এ ঘটনায় পরেরদিন রোববার (৩ জুলাই) মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ শিক্ষার্থীর বড় ভাই নাহিদ হাসান।

জিডিতে বলা হয়, শনিবার সকাল ১০টায় ক্লাসের কথা বলে আদাবরের নবোদয় হাউজিংয়ের বাসা থেকে বের হন ওয়াহিদ। পরে তিনি বিশ্ববিদ্যালয়ে যাননি, বাসায়ও ফেরেননি।

নাহিদ জানান, সাধারণত সন্ধ্যা ৭টার মধ্যে বাসায় ফেরেন ওয়াহিদ। কখনো দেরি হলে ফোন করে জানান। কিন্তু গতকাল তিনি কিছুই জানাননি। তার সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে তিনি বিশ্ববিদ্যালয়েও যাননি।

তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় আমরা তার মোবাইলের সর্বশেষ অবস্থান বেলা ১১টার দিকে শ্যামলীতে ছিল বলে জানতে পেরেছি। এরপর থেকে তার ফোনও বন্ধ হয়ে যায়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ বিষয়ে একটি জিডি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী
  • ২৭ জানুয়ারি ২০২৬
রংপুর মহানগর যুবদলের শীর্ষ তিন নেতাকে শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে একটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশী সাংবাদিকদের এক্রিডিটেশন দেয়নি আইসিসি
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিষয়ক কোর্স চালুর ব্যাপারে ম…
  • ২৬ জানুয়ারি ২০২৬