ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

০৬ মে ২০২২, ১০:১০ PM
নিহত বাপ্পী ও এআইইউবি লোগো

নিহত বাপ্পী ও এআইইউবি লোগো © সংগৃহীত

বগুড়ায় ট্রাকচাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৬ মে) সন্ধ্যা সোয়া ৭টায় বনানী আঞ্চলিক বীজাগারের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থীর নাম নাওয়াজ আল ফাইমান ইবনে মজিদ ওরফে বাপ্পী (২৫)। সে নিহত বাপ্পি ফুলতলা এলাকার আব্দুল মজিদের ছেলে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) শেষ বর্ষের শিক্ষার্থী।

এই ঘটনায় আহতরা হলেন ফুলদিঘী এলাকার আল মামুনের ছেলে অভি (২১) এবং একই এলাকার আইয়ুব হোসেনের ছেলে পিয়াল (২৪)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বাপ্পী তার মোটরসাইকেলে অভি ও পিয়ালকে পিছনে নিয়ে ফুলতলা থেকে বনানীর দিকে যাচ্ছিলেন।  আঞ্চলিক বীজাগারের সামনে ঢাকাগামী একটি ট্রাককে ওভারটেক করার সময় ধাক্কা লেগে তারা মোটরসাইকেল থেকে পড়ে যান। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই বাপ্পী নিহত হন। পরে গুরুতর আহত অভি ও পিয়ালকে হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। 

৯ম পে স্কেল বাস্তবায়ন ও প্রজ্ঞাপনের দাবিতে নোবিপ্রবিতে বিক্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
অসংক্রামক রোগ প্রতিরোধে নজরুল কলেজে রেড ক্রিসেন্টের র‍্যালি
  • ২৯ জানুয়ারি ২০২৬
আয়কর রিটার্নের সময় বাড়ল ১৫ দিন
  • ২৯ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে পড়ুন সূর্যোদয়ের দেশ জাপানে, আবেদন স্নাতকোত্তর-প…
  • ২৯ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫
  • ২৯ জানুয়ারি ২০২৬
আমাকে ভোট দিন, জয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব: এমপি প্রা…
  • ২৯ জানুয়ারি ২০২৬