ইউআইইউ শিক্ষার্থীদের ‘মুক্তিযুদ্ধ জাদুঘর’ পরিদর্শন

মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন
মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন  © সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) সিএসই ডিপার্টমেন্টের ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’কোর্সের শিক্ষার্থীরা আগারগাঁওয়ে অবস্থিত ‘মুক্তিযুদ্ধ জাদুঘর’ পরিদর্শন করে।

ইউআইইউ’র পরিবেশ ও উন্নয়ন অধ্যায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড.শান্তানু কুমার সাহা শিক্ষার্থীদেরকে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে ধারনা দেয়ার জন্য এই সফরের সমন্বয় করেন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোট ৯৬ জন শিক্ষার্থী সফরে অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের গবেষণা ও গ্রস্থাগারের প্রধান ড. রেজিনা বেগম।

আরও পড়ুন: ব্যাচেলর পয়েন্টের শিমুল এখন ডিআইইউর সিএসই’র গ্র্যাজুয়েট

অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযুদ্ধের ওপর একটি প্রামাণ্যচিত্র শিক্ষার্থীদের দেখানো হয়। এরপর শিক্ষার্থীরা দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা জানতে মুক্তিযুদ্ধ জাদুঘরের বিভিন্ন গ্যালারি পরিদর্শন করে। কুইজের মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।

কুইজে সর্বোচ্চ নম্বর পাওয়া দুই শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। এই শিক্ষা সফর শিক্ষার্থীদের বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জনের একটি অনন্য মাধ্যম হিসাবে ভূমিকা পালন করে।


সর্বশেষ সংবাদ