প্রথমবারের মতো রাষ্ট্রপতি নিয়োগকৃত ভিসি পেলো কক্সবাজার ইউনিভার্সিটি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১, ০৭:৪৭ PM , আপডেট: ১৫ ডিসেম্বর ২০২১, ০৭:৪৭ PM
প্রতিষ্ঠার আট বছর পর প্রথমবারের মতো রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য কর্তৃক নিয়োগকৃত উপাচার্য পেলো কক্সবাজারের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’।
আজ বুধবার (১৫ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব শামীমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ৩১(১) ধারা মোতাবেক অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ভূঁইয়াকে ৪ বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
ড. গোলাম কিবরিয়া ভূঁইয়া চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের (চবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপাচার্য হিসেবে তার নিয়ােগের মেয়াদ ৪ বছর হবে। তবে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য চাইলে যেকোন সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।