নর্থ সাউথে সশরীরে ক্লাস শুরু ২৮ নভেম্বর

১৮ নভেম্বর ২০২১, ০৭:০৬ PM
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

আগামী ২৮ নভেম্বর থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হবে। টিকার প্রথম ডোজ নেওয়া শিক্ষার্থীরা সশরীরে ক্লাসের অনুমতি পাবেন। তবে সশরীরে ক্লাস শুরু হলেও যথাসময়ে অনলাইনেও একই ক্লাস সম্প্রচারিত হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. আহমেদ তাজমীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি নির্দেশনা অনুসারে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আগামী ২৮ নভেম্বর থেকে সশরীরে ক্লাস শুরু হবে। হাইব্রিড পদ্ধতিতে এ ক্লাস পরিচালিত হবে। টিকার প্রথম ডোজ নেওয়া শিক্ষার্থীরা সশরীরে শ্রেণীকক্ষে পাঠদানের সুযোগ পাবেন। সশরীরে ক্লাস শুরু হলেও বাসায় থেকে অনলাইনে এ ক্লাসে অংশগ্রহণের সুযোগ থাকবে।

এতে বলা আরও হয়, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষক-শিক্ষার্থীদের এসব ক্লাসে অংশ নিতে হবে। সবাইকে মাস্ক পরতে হবে। নিয়মিতভাবে হাত ধৌত করতে হবে। হাঁচি-কাশির সময় মুখ ও নাক ঢেকে রাখতে হবে। সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। সুযোগ পেলেই করোনাভাইরাসের টিকা নিতে হবে।

আপন দুই ভাই বিএনপি-যুবদলের ২ নেতা আটক, অস্ত্র উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
প্রজেক্ট কোঅর্ডিনেটর নেবে বিক্রয় ডটকম, কর্মস্থল ঢাকা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের প্রিলির প্রশ্ন সমাধান দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬
৭৫ শতাংশ এমপিওভুক্ত স্কুল-কলেজকে জাতীয়করণ করবে এনসিপি
  • ৩০ জানুয়ারি ২০২৬
টিসিবির পণ্য ট্রাকে নয়, মুদি দোকানে পাওয়া যাবে
  • ৩০ জানুয়ারি ২০২৬