ঈদে বেড়াতে গিয়ে লাশ হলেন বিইউপি ছাত্র ইমরুল

২৩ জুলাই ২০২১, ০৮:২২ PM
লোগো

লোগো © ফাইল ছবি

মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী ইমরুল কবির ইমুর (২২) মৃত্যু হয়েছে। এ ঘটনায় পানিতে ডুবে মাইক্রোবাস চালক মাহাবুব হাওলাদারেরও মৃত্যু হয়।

আজ শুক্রবার (২২ জুলাই) বিকেল সাড়ে তিনটায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের মোল্লা স্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মৃতদের লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

প্রত্যক্ষদর্শী উদ্ধারকারী দুলাল মোল্লা জানান, কলাপাড়া থেকে পটুয়াখালীমুখী মাইক্রোবাসটি আচমকা নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। খাদে পানি বেশি থাকায় মাইক্রোটি উল্টে চাকা উপরের দিকে ভাসতে থাকে। তিনি ও স্থানীয় লোকজন তাৎক্ষনিক ভাবে পানিতে নেমে মাইক্রো থেকে চালকসহ তিনজনকে উদ্ধার করে।

তিনি জানান, গাড়িতে থাকা নারী জানালা দিয়ে আগেই মাথা বের করায় তিনি বেঁচে যান। অপর দুজনের কোমড়ে সিটবেল্ট বাঁধা থাকায় তারা বের হতে পারেনি। অজ্ঞান অবস্থায় দুজনকে বের করে হাসপাতালে নেয়া হলে ইমরুল কবিরকে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয়রা জানিয়েছেন, ঈদ উপলক্ষ্যে ঢাকা থেকে গ্রামের বাড়ি এসেছিল ইমরুল। আজ বিকেলে মা লাজু বেগমের সাথে ভাড়া মাইক্রোবাসে বরিশালে নানা বাড়িতে যাবার পথে দুর্ঘটনায় ঘটে।

পটুয়াখালী সদর থানা পুলিশ জানিয়েছে, মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রন হারালে এই দুর্ঘটনা ঘটে। তবে যে গাড়ি চালাচ্ছিল সে প্রকৃত ড্রাইভার নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

শাবিপ্রবিতে ভর্তির তারিখ ঘোষণা, ভর্তিচ্ছুদের জন্য ৬ নির্দেশ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরের জামায়াত নেতা হত্যার ঘটনায় চরমোনাই পীরের উদ্বেগ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বরিশালে নিরাপদ সড়ক, তথ্য অধিকার ও বর্জ ব্যবস্থাপনা বিষয়ক শো…
  • ২৯ জানুয়ারি ২০২৬
মিরসরাই- ১ আসনের নির্বাচনী মাঠে লড়াই জমেছে ধানের শীষ ও দাঁড়…
  • ২৯ জানুয়ারি ২০২৬
হত্যাকাণ্ডের মাধ্যমে ১১ দলের জোয়ার বন্ধ করা যাবে না: নাহিদ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
হাসপাতালের সামনে ইজিবাইকে রেখে পানি কিনতে যান মা, শিশুকে নি…
  • ২৯ জানুয়ারি ২০২৬