সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি আইআইইউসি সাংবাদিক সমিতির

১৯ মে ২০২১, ০৬:৪৩ PM
দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম © ফাইল ছবি

নথি চুরির মামলায় গ্রেফতার দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তি দাবি করেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (আইআইইউসিসাস)। তার বিরুদ্ধে করা মামলা মিথ্যা দাবি করে এ ঘটনায় সংগঠনটির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) সভাপতি আনোয়ার হোসেন লিমন ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জাননো হয়।

বিবৃতিতে সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ বলেন, অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করা সারাদেশের সাংবাদিকদের হেনস্তা করার শামিল। সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের এই ন্যাক্কারজনক ঘটনায় আমরা উদ্বিগ্ন, ক্ষুব্ধ ও বিস্মিত।

এতে বলা বলা হয়, এই ঘটনা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত করা হয়েছে। এবং সেই সাথে অবিলম্বে রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হেনস্তাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করতে হবে।

এবার দুদকের জালে সাংবাদিক আনিস আলমগীর, আরেক মামলায় গ্রেফতার…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬