লিডিং ইউনিভার্সিটির ক‍্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২৬ জানুয়ারি ২০২১, ০৫:৫৩ PM

© সংগৃহীত

লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের (মেজর: ইসলামি অর্থনীতি ও ইসলামি ব‍্যাংকিং) উদ‍্যোগে 'মোটিভেশনাল স্পেস অ্যান্ড ক্যারিয়ার কাউন্সেলিং' শীর্ষক অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী এবং বিশেষ অতিথি হিসেবে ভারপ্রাপ্ত উপাচার্য বনমালী ভৌমিক যুক্ত ছিলেন।

ইসলামিক স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ফজলে এলাহি মানুনের সভাপতিত্বে অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও জবির সহকারী প্রক্টর ড. রেজাউল হোসাইন, নোয়াখালীর চৌমুহনী সালেহ আহমদ সরকারি কলেজের প্রভাষক ও ৩৩তম বিসিএসের শিক্ষা ক‍্যাডার রফিকুল ইসলাম জমাদার ও ইসলামী ব‍্যাংক বাংলাদেশ লিমিটেড এর সিনিয়র অফিসার মুহাম্মাদ মুরতুজা বক্তব্য দেন।

আলোচকরা বলেন, শুধু পড়াশোনায় ভালো হলেই ক্যারিয়ারে সফল হওয়া যায় না। এজন্য প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা ও সুন্দর ব্যবস্থাপনা। বিষণ্ণ ও হতাশ মানুষ কখনো জীবনে বা কর্মক্ষেত্রে সফল হয় না। জীবনে কখনো বড় কিছু অর্জন করতে পারে না। জীবনে সফল হতে প্রয়োজন আত্মবিশ্বাস। তোমাদেরকে যোগ্য নাগরিক হয়ে এবং জ্ঞান অর্জনে নিজেকে সম্পৃক্ত রেখে মহান আল্লাহর সন্তুষ্ঠি অর্জনে সচেষ্ট হতে হবে। শুধু চাকরি যেন মুখ্য না হয় বরং নিজের পরিকল্পনা নিজেকে সাজাতে হবে। প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। সময় ব্যবস্থাপনা জীবনের মোড় ঘুড়িয়ে দিতে পারে, যদি সঠিকভাবে তা প্রয়োগ করা হয়।

লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মুহাম্মদ জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ এবং রেজিস্ট্রার মেজর (অব.) মো শাহ আলম।

সেমিনারে ইসামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা যুক্ত ছিলেন।

ভারতে বিশ্বকাপ আয়োজনে শঙ্কা, ভেন্যু বদলের গুঞ্জন
  • ৩১ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন শেষ ৭ ফেব্রুয়…
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমনও নেতা আছেন ঘুম থেকে উঠেই চাঁদাবাজি শুরু করেন: নাসীরুদ্দ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
চৌদ্দগ্রামে জামায়াত-শিবির নেতাকর্মীদের উপর হামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘হ্যাঁ’ ভোটেই রাষ্ট্রে জবাবদিহিতা আসবে—বাকৃবি উপাচার্য
  • ৩১ জানুয়ারি ২০২৬
উৎসব ভাতার পর এবার বকেয়া বেতন নিয়ে সুখবর দিল মাউশি
  • ৩১ জানুয়ারি ২০২৬