ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রেজারার হলেন অধ্যাপক মোশারফ হোসেন

অধ্যাপক মো. মোশারফ হোসেন সরকার
অধ্যাপক মো. মোশারফ হোসেন সরকার  © ফাইল ফটো

রাষ্ট্রপতি ও চ্যান্সেলর অনুমোদনক্রমে সম্প্রতি ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রেজারার হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক মো. মোশারফ হোসেন সরকার।

অধ্যাপক মোশারফ হোসেন ২০১৬ সাল থেকে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে অধ্যাপনার পাশাপাশি ভারপ্রাপ্ত ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক ও আর্থিক ক্ষেত্রে প্রায় ২৫ বছরের অধিক অভিজ্ঞতা রয়েছে তার। তিনি একজন এফসিজিএ এবং অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স বিশেষজ্ঞ।

বিভিন্ন সরকারি সংস্থার হিসাব ও আর্থিক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম (অনার্স) ও এমকম (ফিন্যান্স) এবং ট্রিনিটি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!