‘শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে নিতে গবেষণা বাড়াতে হবে’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯, ০৬:৩১ PM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯, ০৬:৩১ PM
দেশের উচ্চ শিক্ষার মানকে আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার জন্য গবেষণার বাড়ানো দরকার বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেশ ওসমান। রবিবার (২৯ ডিসেম্বর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গবেষণা তহবিল মঞ্জুরী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর মাঈনুউদ্দিন হাসান রশিদ। সভাপতিত্ব করেন ইউআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন আইএআর, ইউআইইউ’র নির্বাহী পরিচালক অধ্যাপক ড. এম রিজওয়ান খান।
প্রধান অতিথির বক্তব্যে ইয়াফেশ ওসমান বলেন, গবেষণা হচ্ছে উচ্চশিক্ষার মূল অঙ্গ। আমাদের দেশের শিক্ষার মান আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানো দরকার। একটি বিশ্ববিদ্যালয়ে যদি গবেষণার সুযোগ কিংবা সংস্কৃতি না থাকে তাহলে সেই বিশ্ববিদ্যালয় কখনোই নতুন জ্ঞান তৈরি করতে পারে না। নতুন জ্ঞান সৃষ্টি করতে না পারলে শিক্ষার্থীদের নতুন কিছু শেখানো কোনভাবেই সম্ভব না। তাই গবেষণায় আরো গুরুত্ব দিতে হবে।
প্রসঙ্গত ইউআইইউ তার অনুষদের সদস্যদের মানসম্পন্ন গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য গবেষণা তহবিল সরবরাহ এবং অন্যান্য সংস্থার জন্য উদাহরণ স্থাপনের জন্য অগ্রণী উদ্যোগ গ্রহণ করেছে। ইউআইইউ গবেষণায় প্রাতিষ্ঠানিক ও আন্তর্জাতিক উৎসাহের কল্পনা করেছে এবং উন্নত মানের গবেষণা এবং উন্নয়নমূলক ক্রিয়াকলাপের জন্য সহায়তা প্রদানের জন্য ২০১৯ সালে আইএআর প্রতিষ্ঠা করেছে।
আইএআর ২০১২ সালে প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও ইউআইইউ ২০১৬ সাল থেকে গবেষণা তহবিল দিয়েছে এবং ‘‘ইউআইইউ রিসার্চ গ্র্যান্ট স্কিম’’ নামে ৩১ টি গবেষণা প্রকল্পকে এক কোটি ৬০ লাখ ৮৫ হাজার ৬২০ টাকা প্রদান করেছে। ইউআইইউ অর্থায়িত প্রকল্প থেকে ১১ টি নিবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জাতীয় বিজ্ঞান পরিষদ এর প্রোগ্রাম ডিরেক্টর প্রফেসর ফাহমিদা চৌধুরী এবং প্রথম আলো ইয়ুথ প্রোগ্রাম এর প্রধান মুনির হাসান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার এবং বিভিন্ন বিভাগের প্রধানগণ।