মানারাতে ক্যারিয়ার গাইডলাইন শীর্ষক কর্মশালা
- আসমাউল মুত্তাকিন, মানারাত প্রতিনিধি
- প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯, ০৮:৪৮ PM , আপডেট: ০৩ নভেম্বর ২০১৯, ০৮:৪৮ PM
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ফল সেমিস্টার ২০১৯) ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের নিয়ে ‘ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ইউনিভার্সিটির পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
স্কুল অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. এম. কোরবান আলীর স্বাগত বক্তৃতার মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য হাফিজুল ইসলাম মিয়া।
শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন প্রফেসর এম. হারুন-অর-রশিদ।
অনুষ্ঠানে ‘ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক মূল আলোচনা উপস্থাপন করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহবুব আলম। এছাড়া ‘ড্রিম ক্যারিয়ার ইন দি লাইট অব মোরালিটি’ শীর্ষক আলোচনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ নাজমুল হক শিবলু।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, ফার্মেসি বিভাগের প্রধান ড. নারগিস সুলতানা চৌধুরী, সিএসই বিভাগের প্রধান মুহাম্মদ সাজ্জাদ হোসেইন, ইইই বিভাগের প্রধান কে. এম. আকতারুজ্জামান, আইন বিভাগের প্রধান মো. জিয়াউর রহমান মুন্সি, ডেপুটি রেজিস্ট্রার (ইনচার্জ) আলমগীর হোসেইন প্রমুখ।
অনুষ্ঠান শেষে নবাগত শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সফরে সাভার ও আশুলিয়া এলাকার দর্শনীয় স্পট ঘুরে দেখান শিক্ষক ও কর্মকর্তারা।