এনএসইউতে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও শোকসভা

০১ জানুয়ারি ২০২৬, ০৯:৪৭ PM , আপডেট: ০১ জানুয়ারি ২০২৬, ০৯:৪৭ PM
এনএসইউতে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও শোকসভা

এনএসইউতে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও শোকসভা © সংগৃহীত

বাংলাদেশের প্রথম নারী ও তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)-তে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ৮০১-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শোকসভায় অংশ নেন এনএসইউ ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক চেয়ারম্যান এম. এ. কাশেম, ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ শাহজাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খান, মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন, ব্যবসা ও অর্থনীতি বিভাগের ডিন অধ্যাপক একেএম ওয়ারেসুল করিম এবং স্বাস্থ্য ও জীবন বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র।

এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় উদ্বোধনী বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ট্রাস্টি বোর্ডের সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং ডিনবৃন্দ বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। বক্তারা তাঁর দৃঢ়তা, নেতৃত্বগুণ ও জাতির প্রতি দীর্ঘদিনের অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খান বলেন, গতকাল বেগম খালেদা জিয়ার জানাজায় দেশবাসীকে যেভাবে ঐক্যবদ্ধ হতে দেখেছি, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই ঐক্য বজায় রাখা জরুরি।

ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ শাহজাহান বলেন, এটি রাজনৈতিক আলোচনার সময় নয়। বরং দেশের জন্য বেগম খালেদা জিয়ার অসামান্য অবদান স্মরণ করার সময়। তাঁর মতো উচ্চতার নেতা ভবিষ্যতে আবার দেখা যাবে কি না, তা নিয়ে আমার সন্দেহ আছে।

এম. এ. কাশেম বলেন, বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষের শোক ও ভালোবাসার যে বহিঃপ্রকাশ দেখা গেছে, তা ছিল অনন্য। তিনি নৈতিকতার ভিত্তিতে দেশ পরিচালনা করেছেন এবং একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির সঙ্গে তাঁর স্মৃতি অঙ্গাঙ্গিভাবে জড়িত—এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর তিনিই স্থাপন করেছিলেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, সবাই মহান নেতা হয়ে জন্মান না। বেগম খালেদা জিয়া নৈতিকতা ও আদর্শে আপসহীন থেকে দেশ পরিচালনা করেছেন। তিনি দীর্ঘদিন জাতির হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিরশান্তি ও মহান আল্লাহর রহমত কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে শোকসভার সমাপ্তি ঘটে।

ফিক্সিং অভিযোগে পদ ছাড়লেন বিসিবি পরিচালক
  • ২৩ জানুয়ারি ২০২৬
পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে
  • ২৩ জানুয়ারি ২০২৬
স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যায় আরেক শুটার গ্রেপ্তার 
  • ২৩ জানুয়ারি ২০২৬
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের রজত জয়ন্তী উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
ভাষানটেকে তারেক রহমানের জনসভা শুরু
  • ২৩ জানুয়ারি ২০২৬
সন্তানকে হত্যার পর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দামের…
  • ২৩ জানুয়ারি ২০২৬