বিএআইইউএসটিতে বিজনেস উইক ২০২৬ ঘোষণা

BAIUST বিজনেস উইক
BAIUST বিজনেস উইক  © সংগৃহীত

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএআইইউএসটি) ক্যাম্পাসে আগামী ০৬ ও ০৭ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘BAIUST বিজনেস উইক ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের অন্যতম জনপ্রিয় সংগঠন ‘বিএআইইউএসটি বিজনেস ক্লাব’ এই প্রিমিয়ার ইভেন্টটি আয়োজন করছে। শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের মধ্যে উদ্ভাবন, উদ্যোক্তা মনোভাব, নেতৃত্ব এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই মেগা ইভেন্টের পরিকল্পনা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এটি বিএআইইউএসটি-এ আয়োজিত হতে যাওয়া বৃহত্তম ব্যবসা-কেন্দ্রিক সমাবেশগুলোর একটি। এবারের আসরে বিজয়ীদের জন্য থাকছে ৬০,০০০ টাকারও বেশি সমমূল্যের পুরস্কার। আয়োজকদের প্রত্যাশা, এবার দর্শক ও প্রতিযোগী মিলিয়ে ১০,০০০-এরও বেশি মানুষের সমাগম ঘটবে এই বিজনেস উইকে।

ইভেন্টের মূল আকর্ষণসমূহ: দুই দিনব্যাপী এই আয়োজনে বৈচিত্র্যময় সব প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে। যার মধ্যে রয়েছে:

SME ফেয়ার: ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নিজেদের পণ্য ও সেবা প্রদর্শনের সুযোগ।

BIZZ কুয়েস্ট: ব্যবসায়িক কৌশল ও জটিল সমস্যা সমাধানের বিশেষ চ্যালেঞ্জ।

আইডিয়া হান্ট: নতুন ও উদ্ভাবনী ব্যবসায়িক আইডিয়া খোঁজার প্রতিযোগিতা।

পাওয়ার টক: যেখানে দেশের নামী বিশেষজ্ঞ ও সফল ব্যক্তিত্বরা প্রদান করবেন মোটিভেশনাল ও দিকনির্দেশনামূলক সেশন।

এছাড়াও রয়েছে কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞাপন নির্মাণ, ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘Capture The Moment’ এবং পেশাদারিত্ব ও ব্যক্তিত্ব যাচাইয়ের প্রতিযোগিতা ‘Mr & Ms Professional’।

BAIUST বিজনেস ক্লাব দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যবসায়িক দক্ষতা ও পেশাগত বিকাশ নিশ্চিতে কাজ করে যাচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, এই বিজনেস উইক তরুণদের জন্য একটি অনন্য প্লাটফর্ম হবে, যেখানে তারা নিজেদের সৃজনশীলতা প্রকাশের পাশাপাশি প্রতিষ্ঠিত পেশাজীবীদের সাথে নেটওয়ার্ক তৈরির সুযোগ পাবেন।

আগ্রহী প্রতিযোগী ও দর্শকদের জন্য ইতিমধেই অনলাইন রেজিস্ট্রেশন উন্মুক্ত করা হয়েছে। অংশগ্রহণের জন্য সরাসরি https://bbw26.onrender.com লিংকে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!