মানারাত ইউনিভার্সিটিতে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন সেমিনার অনুষ্ঠিত

মানারাত ইউনিভার্সিটিতে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন সেমিনার অনুষ্ঠানে
মানারাত ইউনিভার্সিটিতে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন সেমিনার অনুষ্ঠানে  © সংগৃহীত

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইইউ) উদ্যোগে এইচএসসি ও আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সঙ্গে ‘Higher Study in Bangladesh: Challenges & Opportunities’ শীর্ষক উচ্চশিক্ষা বিষয়ক ক্যারিয়ার গাইডলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ সংবর্ধনা ও সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব। ট্রেজারার মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাভার মডেল কলেজের অধ্যক্ষ তৌহিদ হোসেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ. এইচ. এম. আবু সাঈদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) এজিএস ও বিশিষ্ট নারী জুলাই যোদ্ধা আয়শা সিদ্দিকা মেঘলা।

ভর্তি ও জনসংযোগ বিভাগের পরিচালক আবদুল কাদেরের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যবসায় প্রশাসন ও অর্থনীতি অনুষদের ডিন মো. মাহবুব আলম। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, কলা ও মানবিক অনুষদের ডিন ড. আইয়ুব মো: ইব্রাহিম এবং সাভার ও ধামরাই অঞ্চলের প্রবীণ শিক্ষাবিদ ও ধামরাই মডেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমিনুর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা উচ্চ মাধ্যমিক স্তর শেষ করে জ্ঞানের মহাসমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছ। ভবিষ্যৎ জীবনে জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ হওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষায় আলোকিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা।

তিনি জুলাই যোদ্ধাদের স্মরণ করে বলেন, তাদের আত্মত্যাগের ফলেই আজ দেশ অমানিশার অন্ধকার কাটিয়ে আলোর পথে এগিয়ে যাচ্ছে। স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে নিশ্বাস নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। তোমাদেরও জুলাইয়ের চেতনা ধারণ করে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সাভার মডেল কলেজের অধ্যক্ষ তৌহিদ হোসেন বলেন, আধুনিক ও নৈতিকতাসম্পন্ন উচ্চশিক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রয়েছে। সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না হলেও শিক্ষার্থীরা নিশ্চিন্তে মানারাতকে কেন্দ্র করে স্বপ্ন দেখতে পারে।

জাকসু এজিএস আয়শা সিদ্দিকা মেঘলা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যৎ জীবনে সফল হতে হলে বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থাকতে হবে। একই সঙ্গে ভালো বন্ধু নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠান শেষে সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান ছাড়াও অনুষ্ঠানে অংশ নেওয়া সকল শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence