প্রাইম এশিয়া ইউনিভার্সিটির নতুন ভিসি অধ্যাপক ড. মেশকাত

১১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ PM
ড. এএনএম মেশকাত উদ্‌দীন

ড. এএনএম মেশকাত উদ্‌দীন © সংগৃহীত

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির নতুন ভিসি হলেন অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্‌দীন। তিনি একই ইউনিভার্সিটির স্কুল অব বিজনেজ এর চুক্তিভিত্তিক অধ্যাপক ছিলেন।

সোমবার (৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী প্রাইম এশিয়া ইউনিভার্সিটির স্কুল অব বিজনেজ এর চুক্তিভিত্তিক অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীনকে ওই ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর পদে কয়েকটি শর্তে নিয়োগ দেয়া করা হলো।

শর্তগুলো হলো- ভাইস চ্যান্সেলর পদে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে চার বছর। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে নির্ধারিত বেতনভাতা পাবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্‌দীন বিগত ত্রিশ বছর ধরে বেসরকারী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও প্রশাসনের সাথে যুক্ত আছেন। তিনি কুমিল্লা বোর্ড থেকে এসএসসিতে চতুর্থ ও এইচএসসিতে প্রথম স্থান অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে বি. কম (সম্মান) ও এম. কম পরীক্ষায় প্রথম শ্রেনীতে প্রথম স্থান অর্জন করেন এবং ১৯৮৬ সালে উক্ত বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তিতে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং ক্লিভল্যান্ড স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

ড. মেশকাতের ব্যবস্থাপনা বিষয়ে গবেষণায় দেশ-বিদেশে সমানভাবে সমাদৃত। তার গবেষণা প্রবন্ধসমূহ শীর্ষস্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের খ্যাতনামা জার্নাল ও পাঠ্যপুস্তকে উদ্‌ধৃত হয়েছে। তিনি বহু জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, সম্মেলন এবং কর্মশালায় প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে জ্ঞানচর্চার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তিনি উচ্চশিক্ষা শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে ১৯৯৭ সালে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যোগদান করেন এবং বিবিএ ও এমবিএ প্রোগ্রামের পরিচালক, বিজনেস স্কুলের ডিন, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ এবং উপ-উপাচার্যসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য এবং উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে
  • ২৩ জানুয়ারি ২০২৬
দশ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্ত…
  • ২৩ জানুয়ারি ২০২৬
হাদির হত্যার বিচারের দাবিতে তিতুমীরে বিক্ষোভ মিছিল
  • ২৩ জানুয়ারি ২০২৬
সৌদিতে রমজানে নামাজে লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা
  • ২৩ জানুয়ারি ২০২৬
উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট: জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
উৎসব আনন্দে জবিতে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা
  • ২৩ জানুয়ারি ২০২৬