ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ মে ২০১৯, ০৪:৫১ PM , আপডেট: ২০ মে ২০১৯, ০৫:২৭ PM
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা এবং শিক্ষাপদ্ধতিকে তথ্যপ্রযুক্তির আলোকে সামঞ্জস্য করার লক্ষ্যে ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীদের মাঝে ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ প্রদান করার উদ্যোগ গ্রহণ করে।
যা শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান বিকাশ, দক্ষতা ও মেধা যাচাই এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের আত্মপ্রকাশে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করে ইন্সটিটিউট কর্তৃপক্ষ।
এরই ধারাবাহিকতায় কারিগরি শিক্ষাক্ষেত্রে আগ্রহ এবং চ্যালেঞ্জিং মনোভাব তৈরির লক্ষ্যে ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট প্রথমবারের মত ইন্সটিটিউটের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করেছে। রোববার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে এক অনুষ্ঠানে ৩২ জন শিক্ষার্থীর হাতে ৩২ টি ল্যাপটপ তুলে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের সম্মানিত চেয়ারম্যান ড. সবুর খান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক ইঞ্জি. মো. আব্দুল কুদ্দুস সরদার, ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরূজ্জামান ও ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের প্রিন্সিপাল এবং নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন সহ কারিগরি শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ।