মেন্টরসের ‘জিইডি’ শিক্ষার্থীদের ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস পরিদর্শন

১১ নভেম্বর ২০২৫, ০৭:৫৭ PM
মেন্টরসের ‘জিইডি’ শিক্ষার্থীদের একটি দল রাজধানীর বনানীতে অবস্থিত মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস পরিদর্শন করেছে। এ সময় তাদের উদ্দেশে ইউনিভার্সিটির পরিচিতি ও সুযোগ সুবিধা তুলে ধরে বক্তব্য দেন প্রভোষ্ট চ্যান জো জিম ও ডিন প্রফেসর সৈয়দ আখতার হোসেন

মেন্টরসের ‘জিইডি’ শিক্ষার্থীদের একটি দল রাজধানীর বনানীতে অবস্থিত মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস পরিদর্শন করেছে। এ সময় তাদের উদ্দেশে ইউনিভার্সিটির পরিচিতি ও সুযোগ সুবিধা তুলে ধরে বক্তব্য দেন প্রভোষ্ট চ্যান জো জিম ও ডিন প্রফেসর সৈয়দ আখতার হোসেন © সংগৃহীত

মেন্টরসের কলাবাগান ও বনানী শাখার ‘জিইডি’ শিক্ষার্থীদের একটি দল ১১ নভেম্বর (মঙ্গলবার) রাজধানীর বনানীতে অবস্থিত মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস পরিদর্শন করেন। ৪৮ সদস্যের শিক্ষার্থী ছাড়াও এই দলে ছিলেন তাদের ৩জন শিক্ষক। ইউসিএসআই ইউনিভার্সিটি ক্যম্পাসে তাদের স্বাগত জানান শিক্ষার্থী প্রতিনিধি ও এডমিশন অফিসের কর্মকর্তারা।

ইউনিভার্সিটির হল রুমে এই শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিজিটাল ইনোভেশনের (এফসিএসডিআই) ডিন প্রফেসর সৈয়দ আখতার হোসেন, প্রভোষ্ট চ্যান জো জিম এবং শিক্ষার্থীদের প্রতিনিধি আবিদা আফসারা গোলন্দাজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউসিএসআই শিক্ষার্থী আশফিয়া মাশিয়াত ইসলাম।

প্রভোষ্ট চ্যান জো জিম ইউসিএসআই ইউনিভার্সিটির ওপর একটি প্রেজেন্টেশন দেন এবং জিইডি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি জানান, ইউসিএসআই ইউনিভার্সিটি মালয়েশিয়ার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষ ১ নাম্বার এবং ২০২৬ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি কিউএস র‌্যাংকিংয়ে শীর্ষ ১ শতাংশ বিশ্ববিদ্যালয়ের তালিকায় একটানা চার বছর যাবত তার অবস্থান ধরে রেখেছে। এশিয়ার মধ্যে ৩০তম এবং দক্ষিণ এশিয়ায় অষ্টম অবস্থানে আছে। এটি বাংলাদেশে ও মালয়েশিয়া সরকার অনুমোদিত বাংলাদেশে বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রথম শাখা ক্যাম্পাস। এই ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মানের কারিকুলাম অনুসরণ করে কোর্সসমূহ পড়ানো হয়।

ডিন প্রফেসর সৈয়দ আখতার হোসেন বলেন, ‘ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস নতুন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় স্থান। বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি দেশে মা-বাবা এবং পরিবারের সদস্যদের সঙ্গে থেকেই বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের অসাধারণ সুযোগ এনেছে ইউসিএসআই বাংলাদেশ। মেধাবী শিক্ষার্থীদের জন্য ২০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের সুযোগ রয়েছে। চলতি বছর ৩ কোটি টাকার মেগা স্কলারশিপ প্রোগ্রাম ঘোষণা করেছে। তাই নতুন শিক্ষার্থীদের জন্য ইউসিএসআই বাংলাদেশ আকর্ষণীয় ডেসটিনেশন। পরে মেন্টরসের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ক্লাসরুম, ল্যাব, ফ্যাকাল্টি অ্যান্ড স্টুডেন্ট লাউঞ্জ এবং অন্যান্য সুবিধাদি ঘুরে দেখেন।

জাতিসংঘের এসডিজি চ্যাম্পিয়নশিপে স্বীকৃতি পেলেন ডেফোডিল শিক্…
  • ০৩ জানুয়ারি ২০২৬
শিল্পী ওবায়দুল্লাহ তারেকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে স্ত্রীর ফ…
  • ০৩ জানুয়ারি ২০২৬
তথ্য দেওয়ার পরেও মনোনয়ন বাতিলের অভিযোগ জামায়াত নেতা আযাদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
ইসলামী বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল
  • ০২ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যায় জড়িত সবাইকেই বিচারের আওতায় আনা হবে: নৌ উপ…
  • ০২ জানুয়ারি ২০২৬
৮ম শ্রেণির নতুন বাংলা বই থেকে বাদ শেখ মুজিবের ৭ মার্চের ভা…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!