ড্যাফোডিল শিক্ষার্থী দ্যুতি নিখোঁজ

জান্নাতুল ফেরদাউস দ্যুতি
জান্নাতুল ফেরদাউস দ্যুতি  © টিডিসি ফটো

গতকাল দুপুর তিনটার পর থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের নারী শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস দ্যুতি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে তার পরিবার। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সাভার থানায় যোগাযোগ করা হলে পরদিন শুক্রবার (১৭ অক্টোবর) থানায় আসার কথা বলা হয়েছে বলে জানান নিখোঁজ দ্যুতির মা।

নিখোঁজ নারী শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস দ্যুতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২৫২-এর ইংরেজি বিভাগের ৬৩তম ব্যাচের শিক্ষার্থী। তিনি টাঙ্গাইল সদরের বাসিন্দা আহসান হাবিব ও মারিয়া বেগমের মেয়ে। নিখোঁজ হওয়ার বিষয়টি নারী শিক্ষার্থীর মা নিশ্চিত করেন।

পারিবারিক ও সহপাঠীদের সূত্র মতে জানা যায়, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আনুমানিক আড়াইটার সময় ওই নারী শিক্ষার্থী তার এক সহপাঠীকে হঠাৎ কল করে টাঙ্গাইল বাড়িতে যাবে বলে তাৎক্ষণিক এক হাজার টাকা হাওলাত নেয় অনলাইনের মাধ্যমে।

তবে আনুমানিক দুপুর দুইটা চল্লিশ মিনিটে নিখোঁজ নারী শিক্ষার্থীর মায়ের সাথে কথা বলার সময় জানায়, সে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। তারপর থেকে নারী শিক্ষার্থীর নাম্বারে আর যোগাযোগ করা যাচ্ছে না। সন্ধ্যার পর থেকে পরিবারের সদস্যরা যোগাযোগ করতে না পারায় তখন বুঝতে পারে তিনি নিখোঁজ হয়েছেন। এতে চিন্তিত পরিবারের সদস্যরা সাভার থানায় যোগাযোগ করলে, থানা থেকে পরদিন (১৭ অক্টোবর) সকাল দশটায় থানায় উপস্থিত থাকতে বলা হয়।

নিখোঁজ নারী শিক্ষার্থীর এক সহপাঠী দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ওর কিছু একটা হইছে, এইটুকু আমরা ধারণা করতে পারছিলাম। কেননা আমরা তো ওর সাথে চলাফেরা করছি, ও ওই প্রকৃতির মেয়ে না কিছু একটা করার। বা আপনি যেটা ভাবতে পারছেন যে পালিয়ে যেতে পারে, এমন কিছুও না।

পারিবারিক ও সহপাঠীদের সাথে দ্য ডেইলি ক্যাম্পাস জানতে পারে, পরিবার  কিংবা অন্য কারো সাথে তেমন কোনো মনোমালিন্যের ঘটনা বিগত কয়েকদিন ধরে ঘটে নি।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মরত ডিউটি অফিসারের নাম্বারে একাধিকবার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।


সর্বশেষ সংবাদ