আবিপ্রবিতে শুরু হচ্ছে সসপ্তাহব্যাপী সিভিল উইক © টিডিসি ফটো
আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (আবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে সপ্তাহব্যাপী বহুল প্রতীক্ষিত আয়োজন ‘প্রাত্যয়িক’ রেডিয়ান্ট উইক ২০২৫’। ‘আনোয়ার ইস্পাত-আনোয়ার সিমেন্ট প্রেজেন্টস’ এই আয়োজনে প্রধান আয়োজক হিসেবে রয়েছে প্রাত্যয়িক ৪৭ এবং সহযোগী হিসেবে রয়েছে ব্যাচ ৫২।
১৪ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ব্যতিক্রমধর্মী আয়োজন। এর ভেন্যু নির্ধারিত হয়েছে আবিপ্রবি ক্যাম্পাস এবং বাংলাদেশ শিশু একাডেমি। উৎসবের সূচনা হবে ১৪ সেপ্টেম্বর একটি সেমিনারের মাধ্যমে, যেখানে দীর্ঘমেয়াদী বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং প্রফেশনাল নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করবেন খ্যাতিমান ব্যক্তিরা।
১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জব ফেস্ট ও ক্যারিয়ার সেশন, যেখানে শিক্ষার্থীরা শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাবে, ক্যারিয়ার গঠনে পরামর্শ নিতে পারবে এবং নিজেদের যোগ্যতা উপস্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের পথ তৈরি করতে পারবে।
আরও পড়ুন: ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল করার অপবাদ; ছেলেকে না পেয়ে বৃদ্ধা মাকে মারধর!
২০ সেপ্টেম্বর বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজন করা হবে অরিয়েন্টেশন ও ফেয়ারওয়েল অনুষ্ঠান। এতে নতুনদের সিভিল পরিবারের ভালোবাসায় স্বাগত জানানো হবে এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মান ও কৃতজ্ঞতার সঙ্গে বিদায় জানানো হবে। দিনটির প্রধান আকর্ষণ হিসেবে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ।
শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও পেশাজীবীদের একত্রিত করে এই রেডিয়ান্ট উইক হয়ে উঠবে শুধু একটি উৎসব নয়, বরং বাস্তব অভিজ্ঞতা, নেটওয়ার্কিং ও পারস্পরিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ মাইলফলক।