হাসান সাইমুম ওয়াহাবের পিএইচডি ডিগ্রি অর্জন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০২ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৮ PM
মালয়েশিয়ার খ্যাতনামা ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (UPM)-এর পুত্রা বিজনেস স্কুল থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন হাসান সাইমুম ওয়াহাব। তার গবেষণার বিষয় ছিল: ‘বাংলাদেশে বিশ্ববিদ্যালয় স্নাতকদের কর্মসংস্থান যোগ্য করে তুলতে সফট স্কিল, প্রযুক্তিগত দক্ষতা, বিষয়ভিত্তিক জ্ঞান, বিশ্ববিদ্যালয়ের সুনাম এবং বুদ্ধিমত্তার প্রভাব’।
গবেষণায় হাসান সাইমুম ওয়াহাব বাংলাদেশের স্নাতকদের কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ উপাদানসমূহ বিশ্লেষণ করেছে। তার এই গবেষণা ভবিষ্যতে একদিকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের নীতি প্রণয়নে এবং অন্যদিকে শিল্প-অঙ্গনের সঙ্গে কার্যকর সম্পৃক্ততা বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
এই গবেষক বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর গ্র্যাজুয়েট স্টাডিজ, রিসার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস দপ্তরে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।একইসঙ্গে তিনি প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক রিলেশনস অফিসার্স অ্যাসোসিয়েশন-এর উপদেষ্টা হিসেবেও কাজ করছেন।