ইউসিএসআই ইউনিভার্সিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

৩০ জুলাই ২০২৫, ১১:৩০ AM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
ইউসিএসআই ইউনিভার্সিটিতে আলোচনা সভা

ইউসিএসআই ইউনিভার্সিটিতে আলোচনা সভা © সৌজন্যে প্রাপ্ত

গত বছরের জুলাইতে সংঘটিত ঐতিহাসিক ছাত্র-গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় বক্তারা বলেন, ‘স্বপ্নপূরণে রাজনৈতিক বিভ্রান্তি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে ছাত্ররা এখনও রিজার্ভ ফোর্স হিসেবে প্রস্তুত।’

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ১২ তলা হলরুমে এ আয়োজন করে ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স অ্যান্ড লিবারেল আর্টস। সভায় অংশ নেন আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা বিশিষ্ট সাংবাদিক মোস্তফা ফিরোজ এবং শামসুল আলম লিটন।

মোস্তফা ফিরোজ বলেন, ‘এক বছর আগে ছাত্ররা রাস্তায় নেমে ফ্যাসিস্ট সরকারের পতনের পথ তৈরি করেছিল। কিন্তু যাদের হাতে স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব, তারা সেই দায়িত্ব কতটা পালন করতে পেরেছে সেটাই প্রশ্ন। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়নি, দখল-চাঁদাবাজি চলছে।’

শামসুল আলম লিটন বলেন, ‘শিক্ষার্থীরা এখন প্রতিরোধ গড়তে জানে। গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে তারা আবার রাস্তায় নামবে।’

সভায় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, সোশ্যাল সায়েন্স অ্যান্ড লিবারেল আর্টস অনুষদের ডিন অধ্যাপক ড. বিজয় প্রসাদ বড়ুয়া, শিক্ষার্থী আহনাফ ফাতেহ হোসেন ও মাসফিয়া রহমান রুহি।

অধ্যাপক ফারুকী বলেন, ‘বাংলাদেশ এখন পরিবর্তনের সূচনায়। এই যাত্রা দীর্ঘ ও কণ্টকাকীর্ণ, তবে অগ্রগতি থেমে যাবে না।’
অধ্যাপক বড়ুয়া বলেন, ‘নৈতিকতা ছাড়া বড় লক্ষ্য অর্জন সম্ভব নয়। ছাত্রদের চ্যালেঞ্জ মোকাবেলার মানসিকতা তৈরি করতে হবে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউসিএসআই ইউনিভার্সিটির প্রভোস্ট চ্যান জো জিম। তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের স্বপ্নে বিশ্বাস হারালে চলবে না। পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে এগিয়ে যেতে হবে।’

আলোচনার শুরুতে জুলাই গণঅভ্যুত্থান ও সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমানের দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনার পর ২০২৪ সালের জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে একটি চিত্র প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।

নাসীরুদ্দীন পাটওয়ারীকেও শোকজ
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইউএনওর সঙ্গে বাগবিতণ্ডা, সেই চেয়ারম্যান বরখাস্ত
  • ১৮ জানুয়ারি ২০২৬
জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
  • ১৮ জানুয়ারি ২০২৬
দুদফা সময় বাড়ানোর পর গুচ্ছে মোট কত আবেদন পড়ল?
  • ১৮ জানুয়ারি ২০২৬
নাহিদ ইসলামকে শোকজ
  • ১৮ জানুয়ারি ২০২৬
প্রশাসন নিরপেক্ষ না হলে যে কোনো আসনেই ৫ আগস্ট হতে পারে: রুম…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9