নর্দান ইউনিভার্সিটিতে রক্তদান-বিষয়ক ওয়েব অ্যাপ ‘ব্লাডলিংক’ উদ্বোধন

অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনইউবির উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান
অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনইউবির উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান  © সংগৃহীত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) রক্তদাতাদের দ্রুত সংযুক্ত করতে এবং জরুরি রক্তের প্রয়োজন মেটাতে সহায়তার লক্ষ্যে একটি উদ্ভাবনী রক্তদান ওয়েব অ্যাপের উদ্বোধন করা হয়েছে।

বুধবার ( ১৬ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনইউবির উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. লেফটেন্যান্ট কর্নেল (অব.) সর্দার মাহমুদ হোসেন, রেজিস্ট্রার কমান্ডার মো. মোস্তফা শহীদ (অব.), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।

ওয়েব অ্যাপটি তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইমন ইবনে মোস্তফা। তার এ মানবিক ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবন উপস্থিত সবার প্রশংসা অর্জন করে।

উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান বলেন, সমাজসেবামূলক এমন উদ্যোগ সবসময়ই প্রশংসনীয়। ওয়েবসাইট নির্মাতাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এরকম আরও আয়োজন দেখতে চাই।

অ্যাপ নির্মাতা ইমন ইবনে মোস্তফা

 

প্রো-উপাচার্য  অধ্যাপক ড. লেফটেন্যান্ট কর্নেল (অব.) সর্দার মাহমুদ হোসেন বলেন, ‘রক্ত দাও, জীবন বাঁচাও’—এই স্লোগান আমাদের অতীতের গর্ব, ভবিষ্যতের চেতনা হয়ে থাকবে।’

রেজিস্ট্রার কমান্ডার মো. মোস্তফা শহীদ (অব.) বলেন, এই প্ল্যাটফর্ম শুধু এনইউবির মধ্যে সীমাবদ্ধ না থেকে বৃহত্তর পরিসরে মানুষকে উপকৃত করবে।

সমাপনী বক্তব্যে ইংরেজি বিভাগের সাবেক প্রধান ও সহযোগী অধ্যাপক জসিম উদ্দিন বলেন, মানুষ বাঁচাতে এ ধরনের উদ্যোগের বিকল্প নেই। এটি যেন নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা অব্যাহত রাখতে হবে।


সর্বশেষ সংবাদ