নর্দান ইউনিভার্সিটির নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২৬ জুন ২০২৫, ১০:১৬ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১০:০৫ PM
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা © সংগৃহীত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয় এ কর্মশালার আয়োজন করা হয়। এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও নৈতিক মানোন্নয়নের লক্ষ্যে আলোচকবৃন্দ শিক্ষকতার আদর্শ, গুণগত শিক্ষা এবং মূল্যবোধভিত্তিক পেশাগত চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালার উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কমোডর মো. মোস্তফা শহীদ (অব.) বলেন, ‘শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব। একজন শিক্ষককে শুধু পাঠদানেই সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার দিকেও লক্ষ্য রাখতে হবে।’

শিক্ষণ পদ্ধতিতে গুণগত মান বৃদ্ধি বিষয়ক আলোচনায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ককে ফলপ্রসূ করতে হলে শ্রেণিকক্ষে বন্ধুত্বপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে। পাঠ পরিকল্পনা, শ্রোতাভেদে উপস্থাপনা কৌশল এবং প্রযুক্তি ব্যবহারের দক্ষতা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের একটি টিম হিসেবে কাজ করতে উদ্বুদ্ধ করতে হবে। আমাদের শিক্ষকরা যদি আত্মউন্নয়ন ও শিখতে আগ্রহী থাকেন, তাহলে মানসম্পন্ন উচ্চশিক্ষা বাস্তবায়ন সহজ হবে।’

ভালো শিক্ষক হওয়ার দিকনির্দেশনা প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপদেষ্টা (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মিজানুর রহমান। তিনি বলেন, ‘ভালো শিক্ষক হতে হলে শুধু বইয়ের জ্ঞান নয়, শিক্ষার্থীর মনোজগতে প্রবেশ করার সক্ষমতাও থাকতে হবে। একজন আদর্শ শিক্ষক শিখিয়ে দেন কেবল বিষয়বস্তু নয়, শেখান জীবনও।’

তিনি বলেন, শিক্ষকতার সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো জ্ঞান। এটা অন্যসব পেশার থেকে আলাদা। এখানে উদ্দীপনা, একাগ্রতা ও একনিষ্ঠতা থাকা প্রয়োজন। একজন শিক্ষককে হতে হবে রোল মডেল, সমাজের আইকনিক ব্যক্তিত্ব। 

সমাপনী বক্তব্যে ভাইস চ্যান্সেলর ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান প্রশিক্ষণার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা বিশ্বাস করি, আজকের এ কর্মশালা শিক্ষকদের পেশাগত জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।’

কর্মশালার বিভিন্ন সেশনে কর্পোরেট সেক্টর ও আন্তর্জাতিক বিষয়াবলিতে সম্পর্ক উন্নয়নের কৌশল নিয়ে আলোচনা করেন ব্যবসায় অনুষদের ডিন, সহযোগী অধ্যাপক ড. মারুফ-উল ইসলাম। ক্লাসে ফলপ্রসূ অংশগ্রহণ প্রস্তুতকরণ বিষয়ে বক্তব্য প্রদান করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক মো. রায়হান-উল মাসুদ।

এছাড়া, স্বীকৃতি অর্জনের প্রস্তুতিমূলক কৌশল নিয়ে আলোচনা করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক, সহযোগী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন অনুষদের নতুন শিক্ষকরা অংশগ্রহণ করেন এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের কাছ থেকে হাতে-কলমে দিকনির্দেশনা লাভ করেন।

জাবিতে আসছেন মিজানুর রহমান আজহারী
  • ১১ জানুয়ারি ২০২৬
পাবনায় সামছুল হুদা ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অ…
  • ১১ জানুয়ারি ২০২৬
জুলাইযোদ্ধা ঢাবি ছাত্রকে হিজবুত তাহরির দেখিয়ে কারাগারে পাঠা…
  • ১১ জানুয়ারি ২০২৬
জুলাই হত্যা মামলায় প্রথম জামিন পেলেন আ. লীগ নেতা হুমায়ুন
  • ১১ জানুয়ারি ২০২৬
শ্রুতি লেখক নীতিমালা জারি, অভিন্ন নিয়মে পরীক্ষা দেওয়ার সুযোগ
  • ১১ জানুয়ারি ২০২৬
কলেজ যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে ছাত্রের মৃত্যু
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9