বিইউবিটিতে ‘জুলাই শহীদ দিবস ২০২৫’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল 

দোয়া মাহফিল 
দোয়া মাহফিল   © টিডিসি ফটো

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজিতে (বিইউবিটি) যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে জুলাই শহীদ দিবস ২০২৫ পালন করা হয়। দিবসটি উপলক্ষে বুধবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন হলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক, বিশ্লেষক ও অ্যাক্টিভিস্ট জনাব জাহেদ উর রহমান। তিনি তার বক্তব্যে শহীদ আবু সাঈদসহ সকল শহীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে যেভাবে শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন এবং আত্মত্যাগ করেছেন, তা এদেশের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত।’ 

তিনি আরও বলেন, ‘এই আন্দোলনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যা আমাদের জাতীয় আন্দোলনের ইতিহাসকে সমৃদ্ধ করেছে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। তিনি তার বক্তব্যে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান আমাদের স্বাধীনতা ও গণতান্ত্রিক চেতনাকে জাগ্রত করেছিল। এই আন্দোলনে বিইউবিটির দুই শহীদ শিক্ষার্থী সুজন মাহমুদ এবং তাহমিদ আবদুল্লাহ যে সাহসিকতা, দেশপ্রেম ও আত্মত্যাগের পরিচয় দিয়েছেন, তা কেবল বিইউবিটি নয়, গোটা জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।’ তিনি সকল শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে শহীদদের আদর্শ বুকে ধারণ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতি ছিলেন বিইউবিটির সহযোগী অধ্যাপক ফাইনান্স বিভাগ ও জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ উদযাপন কমিটির আহ্বায়ক ড. মো. জাকির হোসেন। তিনি বলেন, ‘শহীদদের আত্মত্যাগকে প্রেরণার উৎস হিসেবে বিবেচনা করে আমরা আজকের এই কর্মসূচির আয়োজন করেছি। এই প্রজন্মকে ইতিহাস জানাতে ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতেই আমাদের এ প্রয়াস।’

আলোচনা সভা শেষে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন অনুষদের ডিন, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।

 

 


সর্বশেষ সংবাদ