এডাস্ট এসডিআই ও সোল গেটওয়ে কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১০:০৫ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৯:২৮ PM
বাংলাদেশের তরুণদের দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশাধিকারের পথ সহজ করতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এডাস্ট এসডিআই) এবং দক্ষিণ কোরিয়ার সোল গেটওয়ে কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর হয়েছে। সোমবার (৩০ জুন ২০২৫) এডাস্ট ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন এডাস্ট এসডিআই-এর পরিচালক ড. আ ন ম এহসানুল হক মিলন ও সোল গেটওয়ে কর্পোরেশনের চেয়ারম্যান ও সিইও ড. জে কিউন মুন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব মোঃ কামরুজ্জামান লিটু, প্রফেসর ড. মো: সিরাজুল হক চৌধুরী, কামরুন নেহার, তানভীর ইসলাম পাটোয়ারী, উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম, চিফ একাডেমিক অ্যাডভাইজার প্রফেসর ড. এ.বি.এম. শহিদুল ইসলাম, রেজিস্ট্রার মোঃ আব্দুল কাইউম সরদারসহ বিশিষ্ট শিক্ষক, কর্মকর্তাবৃন্দ ও কোরিয়ান প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায়, আন্তর্জাতিক মানসম্পন্ন শিল্পভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গঠনে কাজ করবে এডাস্ট এসডিআই। প্রশিক্ষণ প্রাপ্তদের কোরিয়াসহ আন্তর্জাতিক চাকরি বাজারে পাঠাতে প্রয়োজনীয় সহযোগিতা করবে সোল গেটওয়ে কর্পোরেশন।
এছাড়া একাডেমিক ও গবেষণাভিত্তিক পারস্পরিক সহযোগিতা বাড়াতে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং টেকনোলজি ট্রান্সফারের মতো কর্মসূচি পরিচালনার পরিকল্পনাও রয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, এই চুক্তির মাধ্যমে দক্ষতা ও কর্মসংস্থানে বাংলাদেশের সম্ভাবনাময় তরুণ সমাজ আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠার আরও একটি সুযোগ পাবে।