ইউসিএসআই ইউনিভার্সিটির ৬ শিক্ষার্থী পেলেন ব্রান্ড অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড

২৬ জুন ২০২৫, ০৮:৫২ PM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৯:০৭ PM
ব্রান্ড অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ডপ্রাপ্ত  ৬ শিক্ষার্থী

ব্রান্ড অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ডপ্রাপ্ত ৬ শিক্ষার্থী © টিডিসি ফটো

জানুয়ারি ২০২৫ সেমিস্টারে বিভিন্ন ফ্যাকাল্টিতে সর্বোচ্চ জিপিএ অর্জনকারী ৬ শিক্ষার্থীকে ‘ব্রান্ড অ্যাম্বাসেডর’ অ্যাওয়ার্ড প্রদান করেছে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে আনুষ্ঠানিকভাবে তাদেরকে ব্রান্ড অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 

এ উপলক্ষে ইউনিভার্সিটির হলরুমে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রান্ড অ্যাম্বাসেডরদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার মান্যবর হাইকমিশনার মোহা. সুহাদা ওথমান। এ ছাড়া ইউনিভার্সিটির ১০টি স্টুডেন্ট ক্লাবের প্রেসিডেন্টকেও ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি।

ব্রান্ড অ্যাম্বাসেডর ৬ শিক্ষার্থী হলেন- ফ্যাকাল্টি অব বিজনেস এন্ড ম্যানেজমেন্ট এর ওয়ারিশা খান সায়না, ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স এন্ড ডিজিটাল ইনোভেশন এর চৌধুরী উম্মে হানী, ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স এন্ড লিবারেল আর্টস এর শিক্ষার্থী তাহসিন নাওয়ার, ফ্যাকাল্টি অব হসপিটালিটি এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট এর মো. ইব্রাহিম ইফতি, ফ্যাকাল্টি অব ক্রিয়েটিভ আর্টস এন্ড ডিজাইন এর ঐশ্বর্য্য পাল অর্পণ এবং স্কুল অব গ্রাজুয়েট স্টাডিজ এর শিক্ষার্থী আবু জাহিদ মজিদুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউসিএসআই ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট এবং বোর্ড অব ডিরেক্টরসের সদস্য (পরিচালক) মিস আনিজা পারভীন। এ ছাড়া চিফ একাডেমিক এডভাইজার প্রফেসর এ কে এনামুল হক এবং প্রভোস্ট চ্যান জো জিম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

মোহা. সুহাদা ওথমান ব্রান্ড অ্যামাবাসেডর অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘আপনাদের এই সম্মান অর্জন কঠোর অধ্যবসায় ও পরিশ্রমের ফল। ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে আপনারা এখন ইউসিএসআই ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করবেন এবং একই সঙ্গে নেতৃত্বেরও বিকাশ ঘটাবেন।’

তিনি আরও বলেন, ‘ভ্রাতৃপ্রতীম বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক যেমন নিবিড় ও গভীর তেমনি দুই দেশের মধ্যে শিক্ষা ও সংস্কৃতির বন্ধনও অত্যন্ত সুদৃঢ়।’

 

অনিবন্ধিত বিদেশি ডিগ্রি, জামায়াত প্রার্থী ডা. এসএম খালিদুজ্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
‘আমরা নির্বাচনের মাঠে থাকতে চাই, কমিশন যেন আন্দোলনে নামতে ব…
  • ১৯ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন চাওয়ায় দল থেকে আজীবন বহিষ্কার ছাত্রদল নেতা
  • ১৯ জানুয়ারি ২০২৬
জামায়াতে যোগ দিলেন এবি পার্টির এমপি প্রার্থী লিপসন
  • ১৯ জানুয়ারি ২০২৬
এবারের নির্বাচন দেশের ইতিহাসে ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ
  • ১৯ জানুয়ারি ২০২৬
 সোনার দামে নতুন রেকর্ড, এবার ভরি কত?
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9