প্রতীকী ছবি © সংগৃহীত
বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর ওপর আরোপিত আয়কর হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ রবিবার (২২ জুন) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সিদ্ধান্তের ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং শুধুমাত্র তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজগুলোর ওপর ১০ শতাংশ হারে আয়কর প্রযোজ্য হবে।
এর আগে গত ১৮ জুন রাজধানীর শাহবাগে আয়োজিত এক মানববন্ধনে ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট নেটওয়ার্ক’ কর প্রত্যাহারের দাবি জানায়। এর জের ধরেই সরকার এই সিদ্ধান্তে আসে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০০৭ সালের ২৮ জুন এনবিআরের এক প্রজ্ঞাপনে ইউজিসি অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর ১৫ শতাংশ আয়কর নির্ধারণ করা হয়। পরবর্তীতে ২০১০ সালের ১ জুলাই আরেক প্রজ্ঞাপনে সেই হার অপরিবর্তিত রেখে পুনঃনিশ্চিত করা হয়।
এ কর আরোপের বৈধতা চ্যালেঞ্জ করে দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৪৬টি রিট করা হয়। ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি হাইকোর্ট এ প্রজ্ঞাপনগুলোকে অবৈধ ঘোষণা করলেও, পরে আপিল বিভাগ এনবিআরকে আপিলের অনুমতি দেয় এবং কর আদায় থেকে বিরত থাকার নির্দেশ দেন।
২০২৩ সালের জুন পর্যন্ত সেই নিষেধাজ্ঞা বহাল ছিল। কিন্তু চলতি বছরের জুন মাসে আপিল বিভাগ চূড়ান্ত রায় দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ১৫ শতাংশ হারে কর আদায়ের নির্দেশ দেন।
তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, এনবিআর ১৫ শতাংশ করহার কমিয়ে ১০ শতাংশে নামিয়ে এনেছে, যা অবিলম্বে কার্যকর হবে।