ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ৪র্থ অর্থনীতি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত

২৬ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৬ PM

© সংগৃহীত

গবেষণা উপস্থাপন, মতামত গ্রহণ এবং অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গভীর আলোচনার মধ্য দিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ‘৪র্থ অর্থনীতি গবেষণা সম্মেলন’। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আয়োজনে দু’দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনটি হাইব্রিড ফরম্যাটে ২৫ ও ২৬ এপ্রিল, ২০২৫ তারিখে ঢাকার আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।  

সম্মেলনের উদ্বোধনী পর্বে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন দূরদর্শী নেতৃত্বের। পাশাপাশি ব্যবসায় নীতির ধারাবাহিকতা বজায় রাখা এবং দেশের প্রাতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি পেলে এই দেশ দশ বছরের মধ্যে অনেক উন্নয়ন করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। তিনি ষাটের দশকের দরিদ্র কোরিয়া কীভাবে এত উন্নয়ন করলো সেই বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি সেই অভিজ্ঞতা থেকে বাংলাদেশের জন্য শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। 

অনুষ্ঠানে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. মনজুর হোসেন তাঁর বক্তব্যে বাংলাদেশের অগ্রগতিতে অবকাঠামো উন্নয়ন, সামাজিক খাতে বিনিয়োগ এবং অর্থনৈতিক বৈচিত্র্যকরণের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর গুরুত্বদেন। 

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারপার্সন এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ভালো প্রবৃদ্ধির জন্য ভূমি সংস্কার এবং শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। তাছাড়া দেশের জনসংখ্যা ও ভৌগলিক অবস্থানের সুবিধা কাজে লাগিয়ে গুণগত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের তাৎপর্য তুলে ধরেন তিনি। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান এবং অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারপার্সন ড. মুনতাসির চৌধুরী।

এই সম্মেলনে প্রায় ২০০ জন অংশগ্রহণকারী অংশ নেন এবং ১৯টি উচ্চমানের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। এই প্রবন্ধগুলোতে জলবায়ু পরিবর্তন, শ্রমবাজার, লিঙ্গ সমতা, স্বাস্থ্য অর্থনীতি এবং জ্বালানি অর্থনীতির মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশ, ভারত, নেপাল ও যুক্তরাষ্ট্রের গবেষকগণ এই সম্মেলনে অংশগ্রহণ করেন। 

সঠিক সময়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে: স্বাস্থ্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তিতে কত আবেদন পড়ল, জানালেন চেয়ারম্যান
  • ১৯ জানুয়ারি ২০২৬
কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক হলেন দ্য …
  • ১৯ জানুয়ারি ২০২৬
শান্তর নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ জিমি নিশাম
  • ১৯ জানুয়ারি ২০২৬
মুহূর্তেই পদ্মা সেতুর টোল পরিশোধ করা যাচ্ছে নগদের মাধ্যমে
  • ১৯ জানুয়ারি ২০২৬
ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর সশ্রম কারাদণ্ড
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9