ড্যাফোডিলের এয়ার রোভার স্কাউটের ১০ম প্রশিক্ষণ ও দীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

প্রশিক্ষণ ও দীক্ষা ক্যাম্পে অতিথিদের সঙ্গে রোভাররা
প্রশিক্ষণ ও দীক্ষা ক্যাম্পে অতিথিদের সঙ্গে রোভাররা  © টিডিসি ফটো

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার ইউনিটের পাঁচ দিনব্যাপী রোভার স্কাউটদের ১০ম প্রশিক্ষণ ও দীক্ষা ক্যাম্প ১৫-১৯ জানুয়ারি ২০১৯ আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে প্রশিক্ষণ, দীক্ষা, সামাজিক সচেতনতা, উন্নয়ন কর্মকাণ্ডও মহা তাঁবু জলসা। আজ বুধবার দীক্ষা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (আন্তর্জাতিক) মোহাম্মদ রফিকুল ইসলাম খান।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের কোষাধ্যক্ষ ও রোভার স্কাউট লিডার মো. আনোয়ার হাবিব কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থায়ী ক্যাম্পাসের ডীন প্রফেসর ড. মোস্তফা কামাল, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. তৌহিদ ভূঁইয়া, গার্লস ইন রোভার ইউনিটের আরএসএল ও রোভার ট্রেনার ফারহানা রহমান সেতু (পিআরএস) ও রোভার স্কাউট লিডার মো. সাইফুল ইসলাম খান প্রমুখ। দীক্ষা ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সিনিয়র রোভার মেট জুঁই রায় ও নাজমুল হাসান। এবারের ক্যাম্পে চার জন ট্রেনারসহ মোট ৯০ জন রোভার অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জাতীয় কমিশনার (আন্তর্জাতিক) মোহাম্মদ রফিকুল ইসলাম খান বলেন, দীক্ষা প্রদান অনুষ্ঠান স্কাউটদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এ ধরনের প্রশিক্ষণ তাদের আত্মশুদ্ধির মাধ্যমে পরিশীলিত হয়ে মনে প্রাণে স্কাউট আন্দোলনে উজ্জীবিত হতে সহায়তা করে। তিনি রোভারদের বিপির আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নত চরিত্র গঠনের মাধ্যমে সবার বাসযোগ্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

তিনি সাম্প্রতিক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার ইউনিটের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং আগামী দিনগুলিতে এর ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি আরো বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রোভার স্কাউট আন্দোলনে সম্পৃক্ত হয়ে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে যা বাংলাদেশের অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অনুকরণীয় হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence