স্টেট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

০৯ মার্চ ২০২৫, ০২:৩৪ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৮ PM
আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন © সংগৃহীত

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন করেছে ‘প্রতিবন্ধকতা পেরিয়ে: একাডেমিয়া ও তার বাইরের নারীদের অগ্রযাত্রা’ শীর্ষক এক অনুপ্রেরণামূলক আলোচনার মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নারীদের অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

অনুষ্ঠানের সূচনা করেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নওজিয়া ইয়াসমিন। তিনি একাডেমিয়ায় নারীদের নেতৃত্বের গুরুত্ব ও সমতার প্রয়োজনীয়তার উপর জোর দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শারমিন পারভীন, যিনি একাডেমিয়ায় নারীদের সাফল্য ও চ্যালেঞ্জ মোকাবেলার অভিজ্ঞতা শেয়ার করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল নারী শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন, পাশাপাশি উপস্থিত ছিলেন সিনিয়র ডেপুটি রেজিস্ট্রার ফারহানা শারমিন। এ আলোচনা নারী সদস্যদের জন্য মতবিনিময়ের একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম তৈরি করে, যেখানে তারা একাডেমিয়া ও কর্মক্ষেত্রে নারীদের উন্নয়ন ও অন্তর্ভুক্তি নিয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন।

আলোচনায় বক্তারা নারীদের পেশাগত অগ্রগতি, নেতৃত্ব ও মেন্টরশিপের গুরুত্ব, এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে মত প্রকাশ করেন। এ আয়োজন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের নারীদের সমর্থন ও ক্ষমতায়নের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
আন্তর্জাতিক নারী দিবস নারীদের অগ্রগতির পথ উন্মুক্ত করার পাশাপাশি সমতা অর্জনের লক্ষ্যে কাজ করার অনুপ্রেরণা যোগায়। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ একাডেমিয়ায় নারীদের আরও শক্তিশালী ভূমিকা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এক সপ্তাহের মধ্যে সব নির্বাচন কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহের নির…
  • ২২ জানুয়ারি ২০২৬
নন-এমপিও শিক্ষকদের সনদ যাচাইয়ের মাধ্যমে এমপিওভুক্তির উদ্যোগ
  • ২২ জানুয়ারি ২০২৬
আজ থেকে শুরু হলো নির্বাচনী প্রচারণা, মানতে হবে যেসব নির্দেশ…
  • ২২ জানুয়ারি ২০২৬
বাবা নিরাপত্তা প্রহরী, ঢাবিতে ভর্তির সুযোগ পাওয়া ইসরাত হতে …
  • ২২ জানুয়ারি ২০২৬
বিভিএসডব্লিউএ-বাকৃবির সভাপতি আতিক, সাধারণ সম্পাদক সিয়াম
  • ২২ জানুয়ারি ২০২৬
দাঁড়িপাল্লার প্রচারে বাধা: নারীর কান ছেঁড়ার অভিযোগ যুবদল নে…
  • ২২ জানুয়ারি ২০২৬