এবার নিরাপত্তাকর্মীদের হামলায় আহত আইইউবিএটি’র একাধিক শিক্ষার্থী

০২ মার্চ ২০২৫, ০৭:২৮ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:০৩ PM
আহত শিক্ষার্থীরা

আহত শিক্ষার্থীরা © সংগৃহীত

পরীক্ষা পদ্ধতি পরিবর্তনসহ ১৪ দফা দাবিতে গতকাল শনিবার (১ মার্চ) থেকে আন্দোলন করছেন রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দফায় দফায় আলোচনা করে বিভিন্ন দাবি মেনে নিলেও কলেজ অব অ্যাগ্রিকালচারাল সায়েন্সের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়ার পদত্যাগের দাবি মেনে নেয়নি প্রশাসন।

এদিকে, আজ রবিবার (২ মার্চ) ‍বিকালে শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলোচনার পর বিভিন্ন দাবি মেনে নিলেও অ্যাগ্রিকালচারাল সায়েন্সের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়ার পদত্যাগের দাবি না মানায় পুনরায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এ ঘটনায় দাবি আদায়ে অ্যাগ্রিকালচার কলেজের করিডোরে শিক্ষার্থীরা অবস্থান করলে সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের বেশকিছু নিরাপত্তাকর্মী ডিন অফিসে প্রবেশ করতে চায়।

আরও পড়ুন: আইইউবিএটিতে আন্দোলনকারীদের ওপর হামলা

পরে শিক্ষার্থীরা বাধা দিলে তাদের বাধা উপেক্ষা করে নিরাপত্তাকর্মীরা ভিতরে প্রবেশ করেন। কিছুক্ষণ পরে তারা বের হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করেন। এতে গুরুতর আহত হন ইবনে ওয়ালীদ জনিসহ বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

লামিয়া নামের একজন শিক্ষার্থী বলেন, আমরা ইফতারের পর বিভাগের করিডোরে অবস্থান করছিলাম, এমন সময় নিরাপত্তাকর্মীরা এসে শিক্ষকদের কক্ষে প্রবেশ করতে চায়। কিন্তু আমরা বাধা দিলে প্রথমে প্রবেশ করতে না পারলেও পরে তারা ভেতরে যায়। কিন্তু সেখান থেকে বের হয়ে এসে তারা আমাদের উপর হামলে পড়েন। এ ঘটনায় আমাদের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উৎপল কান্তি দাসের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সন্তানদের শিক্ষা ভাতা ১৫০০ টাকা বৃদ্ধির সুপারিশ পে-কমিশনের,…
  • ২২ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী চূড়ান্ত: প্রতীক পেলেন ২৭ জন
  • ২২ জানুয়ারি ২০২৬
প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হ…
  • ২২ জানুয়ারি ২০২৬
রুয়েট ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ১৪ ভর্তিচ্ছু
  • ২২ জানুয়ারি ২০২৬
কালীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ শটগানের গো…
  • ২২ জানুয়ারি ২০২৬
বহিষ্কার হলেন বিএনপির আরেক নেতা দেলোয়ার হোসেন
  • ২২ জানুয়ারি ২০২৬