বিইউবিটির ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত, স্বর্ণ পদক পেলেন ৩ শিক্ষার্থী

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৯ PM
বিইউবিটির ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত

বিইউবিটির ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত © সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজিতে (বিইউবিটি) ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে সমাবর্তনে সভাপতিত্ব ও গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার শের-ই-বাংলা নগরের বিসিএফসিসিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাবর্তনে  স্নাতকদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করার পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের স্বর্ণপদক ও ক্রেস্ট প্রদান করা হয়। এবারের সমাবর্তনে ‘চ্যান্সেলর’স গোল্ড মেডেল’ অর্জন করেন এমবিএ-এর ৪৮তম ইনটেকের শিক্ষার্থী ইশরাত জাহান। ‘চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ গোল্ড মেডেল’ লাভ করেন এমএসসি ইন ইকোনমিকস -এর ৩৮তম ইনটেকের শিক্ষার্থী লাবিবা ফেরদৌস এবং ‘উপাচার্য গোল্ড মেডেল’ লাভ করেন বিবিএ-এর ৪৫তম ইনটেকের শিক্ষার্থী রাবেয়া আফরিন মীম।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী বলেন, ‘প্রিয় শিক্ষার্থীরা, আজ আপনারা যে সফলতা অর্জন করেছেন, এতে সকল শিক্ষক, কর্মকর্তা, এবং অভিভাবকদের অবদানও সমানভাবে গুরুত্বপূর্ণ। স্মরণ রাখবেন, সাফল্য একদিনে আসে না, এটি অনেক বছরের পরিশ্রম এবং মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়ে অর্জিত হয়। আমি বিশ্বাস করি, আপনারা যেখানেই যাবেন, নিজেদের মধ্যে শৃঙ্খলা, সততা, এবং মানবিক মূল্যবোধ বজায় রাখবেন।’ 

বিইউবিটি বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান জনাব মো. শামসুল হুদা বলেন, ‘আমি দৃঢ় বিশ্বাসী, আজ যারা ডিগ্রি পাচ্ছেন, তারা সমাজের জন্য ভালো কিছু করবেন। মনে রাখবেন, আপনাদের পথচলা শুধু বিইউবিটি’র নয়, বরং সমগ্র জাতির উন্নতি ও সমৃদ্ধির জন্য।’ 

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে তিনি  বলেন, ‘শিক্ষা জীবনের এই অর্জন শুধু ব্যক্তিগত কল্যাণেই সীমাবদ্ধ থাকবে না; বরং এটি পুরো সমাজ ও দেশকে এগিয়ে নিতে সহায়ক হবে। জীবনে সফলতা পেতে হলে শিক্ষা, কঠোর পরিশ্রম এবং মানবিক মূল্যবোধে বিশ্বাস রাখা প্রয়োজন।’

স্বর্ণপদক ও ক্রেস্ট প্রদান শেষে অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, ‘আজকের এই দিনটি আপনাদের সবার জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। আপনাদের এই অর্জন শুধু অ্যাকাডেমিক সাফল্য নয়, এটি আপনাদের নিষ্ঠা, পরিশ্রম এবং মানবিক গুণাবলীর ফল। আশা করি, ভবিষ্যতে আপনি যেখানে থাকবেন, সেখানে শুধু নিজের উন্নতির দিকে মনোযোগ দেবেন না। আপনার অর্জিত জ্ঞান এবং দক্ষতা ব্যবহার করে সমাজের উন্নয়ন ও কল্যাণে অবদান রাখবেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিইউবিটি ট্রাস্ট বোর্ডের সদস্য, সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য, অতিথি, সাংবাদিক, ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ফ্যাকাল্টি মেম্বার, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

নতুন পে স্কেলে বেতন বাড়ছে আড়াই গুণ!
  • ২১ জানুয়ারি ২০২৬
রুয়েট ভর্তি পরীক্ষা কাল, আসনপ্রতি লড়বেন কত জন
  • ২১ জানুয়ারি ২০২৬
রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানা গেল
  • ২১ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ
  • ২১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা প্রহরীদের সঙ্গে ছাত্রদলে…
  • ২১ জানুয়ারি ২০২৬
‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে প্রচারণায় নেতাকর্মীদেরকে ছাত্রদল…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9