নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এমপিপিজি ও ইএমপিজি প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৮ জানুয়ারি ২০২৫, ০৯:৩৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৫ PM

© ফাইল ফটো

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) সিন্ডিকেট হলে আজ (শনিবার) মাস্টার ইন পাবলিক পলিসি অ্যান্ড গভর্নেন্স (এমপিপিজি) এর ১২তম ব্যাচ এবং এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্নেন্স (ইএমপিজি) এর ৭ম ব্যাচের স্প্রিং ২০২৫ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি) আয়োজিত এই অনুষ্ঠান ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে তাদের প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের এই অনন্য সুযোগের উপর জোর দিয়ে বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এই বিষয়টি অধ্যয়ন করা শিক্ষার্থীদের জন্য একটি অসাধারণ সুযোগ। দেশটি উল্লেখযোগ্য নীতি সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে, এবং এখানে অর্জিত জ্ঞান তার ভবিষ্যৎ গঠনে অমূল্য ভূমিকা পালন করবে।’ রাষ্ট্রদূত নরওয়ের সম্পৃক্ততা নিয়েও সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমি আনন্দিত যে নরওয়ে এই প্রোগ্রামের প্রাথমিক পর্যায়ে অংশীদার হতে পেরেছে। এই সহযোগিতা বাংলাদেশে সুশাসনকে এগিয়ে নিতে শিক্ষামূলক উদ্যোগ সমর্থনে আমাদের অঙ্গীকারকে আরও জোরদার করেছে।’

এমপিপিজি প্রোগ্রামটি মূলত বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের সরকারি কর্মকর্তাদের শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ অঞ্চলে এর প্রভাব বিভিন্ন সরকার ও দাতা সংস্থাগুলোর দ্বারা স্বীকৃত। প্রতিষ্ঠার পর থেকে ২০২২ সাল পর্যন্ত এই প্রোগ্রাম ১০টি ব্যাচের ১৭০ জনেরও বেশি গ্র্যাজুয়েট তৈরি করেছে, যার মধ্যে নেপাল, শ্রীলঙ্কা, ভুটান,ও মালয়েশিয়ার মতো দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশের তরুণ সরকারি কর্মকর্তা ও পেশাজীবীরা রয়েছেন। ২০২১ সালের ফল সেমিস্টারে চালু হওয়া ইএমপিজি প্রোগ্রামটি এসআইপিজি'র সর্বশেষ একাডেমিক উদ্যোগ, যার মূল লক্ষ্য হলো সরকারি আমলা, কর্পোরেট নির্বাহী, উন্নয়ন পেশাজীবী, দূতাবাসের কর্মকর্তা, এনজিও ম্যানেজার, বেসরকারি খাতের কর্মকর্তা, এবং বাংলাদেশ ও বিদেশের সাম্প্রতিক গ্র্যাজুয়েটদের একাডেমিক যোগ্যতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এসআইপিজি'র পরিচালক অধ্যাপক শেখ তওফিক এম হক। নতুন শিক্ষার্থীদের পরিচয় পর্বের পর, এনএসইউ'র পিএসএস বিভাগের চেয়ার ও এসআইপিজি'র গ্র্যাজুয়েট প্রোগ্রাম কোঅর্ডিনেটর (জিপিসি) ড. রিজওয়ান খায়ের এমপিপিজি ও ইএমপিজি প্রোগ্রামগুলোর বিস্তারিত তুলে ধরেন। 

অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণীয় অংশ ছিল মুক্ত আলোচনা, যেখানে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা তুলে করেন, এবং নতুন শিক্ষার্থীরা প্রোগ্রাম সম্পর্কে তাদের প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন এনএসইউ'র স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (এসএইচএসএস) এর ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম; এবং এসআইপিজি'র উপদেষ্টা অধ্যাপক সালাহউদ্দিন এম আমিনুজ্জামান। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন এনএসইউ'র পিএসএস ও এসআইপিজি'র সহকারী অধ্যাপক ড. আকরাম।

হাবিপ্রবি সংলগ্ন মেসে অপ্রীতিকর অবস্থায় দুই সমকামী শিক্ষার্…
  • ২০ জানুয়ারি ২০২৬
মঙ্গলবার সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২০ জানুয়ারি ২০২৬
চিরকুট লিখে ২৩ দিনের শিশুকে হাসপাতালে রেখে পালালেন মা, অতঃপ…
  • ২০ জানুয়ারি ২০২৬
জাইমা রহমান: চমকপ্রদ সূচনার মতোই বহমান হোক আগামীর পথচলা
  • ১৯ জানুয়ারি ২০২৬
যে কারণে স্থগিত রাজশাহী জেলা ও মহানগর এনসিপির কমিটি
  • ১৯ জানুয়ারি ২০২৬
বিমানবন্দর ও আশপাশের এলাকায় হর্ন বাজালে শাস্তিমূলক ব্যবস্থা…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9