আজ থেকে স্টেট ইউনিভার্সিটিতে ‘মিডিয়া ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা’ শুরু

১৬ জানুয়ারি ২০২৫, ১০:৪৬ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:২৬ PM

© সংগৃহীত

স্টেট বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ আয়োজন করেছে ‘মিডিয়া ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা ২০২৫’। দশ দিনব্যাপী এই প্রতিযোগিতা আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে শুরু হয়েছে, চলবে আগামী ২৫ জানুয়ারি (শনিবার) পর্যন্ত। প্রতিযোগিতাটি সম্পূর্ণ অনলাইনে অনুষ্ঠিত হবে। বুধবার (১৫ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতায় যারা সর্বোচ্চ মেধা ও দক্ষতার প্রদর্শন করতে পারবেন, তাদেরকে স্টেট ইউনিভার্সিটির জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ৪ বছরব্যাপী অনার্স কোর্সে ১০০% পর্যন্ত স্কলারশিপে অধ্যয়নের সুযোগ দেয়া হবে। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেই মেধা ও দক্ষতার ভিত্তিতে ১০% থেকে ১০০% পর্যন্ত ওয়েভারে ভর্তির সুযোগ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিযোগিতাটি সম্পূর্ণ অনলাইনে অনুষ্ঠিত হবে। দেশের যেকোন অঞ্চল থেকে প্রতিযোগীরা নির্ধারিত সময়ের মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা হচ্ছে এমন কেউ যিনি এইচএসসি পাশ ও গণমাধ্যম, যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে আগ্রহী কিংবা মূল ধারার গণমাধ্যমে সাংবাদিক/মফস্বল সাংবাদিক হিসেবে কাজ করছেন।

এছাড়াও নিউজ রিপোর্টিং, ডিজিটাল মিডিয়া, কন্টেন্ট ক্রিয়েশন, ভিডিও প্রোডাকশন, ফটোগ্রাফি এবং সোশ্যাল মিডিয়া কৌশল ইত্যাদি বিষয়ের ওপর দক্ষতার ভিত্তিতে প্রতিযোগীদের স্কলারশিপ প্রদান করা হবে। যারা এই বিশেষ অফারে ভর্তি হবে তারা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ওয়েভার পাবেন না। 

স্টেট ইউনিভার্সিটির জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজের বিভাগীয় প্রধান মো. সামসুল ইসলাম বলেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিপ্লবের কারণে গণমাধ্যমের গতি ও প্রকৃতি প্রতিনিয়ত বদলে হচ্ছে। যার সর্বশেষ সংযোজন কৃত্রিম বুদ্ধিমত্তা। আমাদের লক্ষ্য তরুণদের মধ্যে মিডিয়া ও কমিউনিকেশন দক্ষতা বাড়ানো, যা তাদের পেশাগত জীবনে সাহায্য করবে। এই ধরনের প্রতিযোগিতা আমাদের তরুণদের প্রতিভা তুলে ধরতে এবং ভবিষ্যতের প্রযুক্তির চ্যালেঞ্জ উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরি করতে সাহায্য করবে। 

এ বিষয়ে বিস্তারিত তথ্য স্টেট ইউনিভার্সিটির জার্নালিজম বিভাগের সোশ্যাল মিডিয়া পেইজে পাওয়া যাবে। পরীক্ষায় অংশগ্রহণের লিংক: https://shorturl.at/GP6a1 আরও জানতে 017666662982

তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু
  • ২২ জানুয়ারি ২০২৬
কিশোরগঞ্জে জনসভায় আসার পথে অসুস্থ হয়েছেন ফজলুর রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
এনএসইউতে অভিবাসী রিপোর্টিং বিষয়ে সিএমএস ও আইএলও’র গণমাধ্যম …
  • ২২ জানুয়ারি ২০২৬
নতুন পে স্কেলের বেতন ও ভাতা নিয়ে ১৫ প্রশ্ন ও উত্তর
  • ২২ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে যাওয়ার পথে জুলাই শহীদের বাবার …
  • ২২ জানুয়ারি ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বসন্তকালীন সেমিস্টারের নবীনবরণ …
  • ২২ জানুয়ারি ২০২৬