আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বৃহস্পতিবার

  © সংগৃহীত

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ৩৪ বছরে পদার্পণ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইবিএ’র সাবেক পরিচালক, প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান ১৯৯১ সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

রাজধানীর উত্তরায় সবুজে ঘেরা ২০ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত আইইউবিএটি দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক অনন্য উদাহরণ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জুবের আলিম এবং উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

বেসরকারি উচ্চশিক্ষার পথিকৃৎ এই বিশ্ববিদ্যালয়টি দেশে প্রথমবারের মতো বিবিএ, হোটেল ম্যানেজমেন্ট এবং বেসরকারিভাবে অ্যাগ্রিকালচার, নার্সিং ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম চালু করেছে। বর্তমানে ছয়টি অনুষদের অধীনে ১৪টি বিভাগে দেশ ও দেশের বাইরের হাজার হাজার শিক্ষার্থী এখানে পড়াশোনা করছেন।

আইইউবিএটির স্নাতকরা গত তিন দশক ধরে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দক্ষতা এবং সফলতার সঙ্গে কাজ করে দেশের সুনাম বৃদ্ধি করছে।

গবেষণা ও র‍্যাংকিংয়ে আইইউবিএটি গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে। ২০২৪ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণায় চতুর্থ অবস্থানে রয়েছে এই প্রতিষ্ঠান। কিউএস এবং টাইমস হায়ার এডুকেশনের মতো বিশ্বখ্যাত র‍্যাংকিং তালিকাতেও আইইউবিএটি অগ্রণী অবস্থানে রয়েছে।

আর্থিক সচ্ছলতার অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিতদের জন্য আইইউবিএটি বিশেষ ব্যবস্থা রেখেছে। এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ১০০% পর্যন্ত মেধাবৃত্তি প্রদান করা হয়। নারীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে ১৫% বিশেষ বৃত্তিসহ ১২০টিরও বেশি ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য অর্থায়নের সুযোগ রয়েছে।

আইইউবিএটি দেশের শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে এবং ভবিষ্যতেও এই অগ্রযাত্রা অব্যাহত রাখবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence