ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলএলবি স্প্রিং ব্যাচের নবীন বরণ

১৪ জানুয়ারি ২০২৫, ০৬:০৮ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩২ PM

© সংগৃহীত

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এলএলবি স্প্রিং ২০২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসে এই নবীন বরণের আয়োজন করা হয়। 

এ সময় ‘ল’ অ্যান্ড জাস্টিজ বিভাগের বিভাগীয় প্রধান রনজিয়ারা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রকীব আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মো. মুঞ্জুর-ই-খোদা তরফদার, ফ্যাকাল্টি অব লিবারের আর্টস অ্যান্ড স্যোসাল সায়েন্সের ডিন প্রফেসর ড. মাহমুদুল হাছান, রেজিস্ট্রার  মো. মশিউর রহমান ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আলাউদ্দিন মিয়া। 

অনুষ্ঠানে বিভাগের বর্তমান শিক্ষার্থীরা নতুনদের ফুল দিয়ে বরণ করে নেন। নবীন বরণ অনুষ্ঠানে বক্তারা ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলএলবি প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য স্বাগত জানান এবং তারা যে স্বপ্ন নিয়ে আইন বিভাগে ভর্তি হয়েছে তা পূরণে বিশ্ববিদ্যালয় সবসময় তাদের পাশে থাকবে বলে আশা করেন। নতুন শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার একেকজন কারিগর হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করবেন বলে বক্তারা আরও আশাবাদ ব্যাক্ত করেন।

তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু
  • ২২ জানুয়ারি ২০২৬
কিশোরগঞ্জে জনসভায় আসার পথে অসুস্থ হয়েছেন ফজলুর রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
এনএসইউতে অভিবাসী রিপোর্টিং বিষয়ে সিএমএস ও আইএলও’র গণমাধ্যম …
  • ২২ জানুয়ারি ২০২৬
নতুন পে স্কেলের বেতন ও ভাতা নিয়ে ১৫ প্রশ্ন ও উত্তর
  • ২২ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে যাওয়ার পথে জুলাই শহীদের বাবার …
  • ২২ জানুয়ারি ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বসন্তকালীন সেমিস্টারের নবীনবরণ …
  • ২২ জানুয়ারি ২০২৬