সাউথইস্ট ইউনিভার্সিটিতে কামালউদ্দিন চৌধুরীকে শেষ শ্রদ্ধা

বেসরকারি সাউথইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য এম. কামালউদ্দিন চৌধুরীকে শ্রদ্ধা, ভালোবাসায় শেষ বিদায় জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার প্রথম জানাজা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা, কর্মকর্তা, কর্মচারীরা এতে অংশগ্রহণ করেন। তারা কামালউদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করেন।

‘সাউথ এশিয়া ফাউন্ডেশনের’ বোর্ড অব গভর্নরস্ কামালউদ্দিন চৌধুরী বুধবার ঢাকার একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, এম. কামালউদ্দিন চৌধুরী মৃত্যু সাউথইস্ট ইউনিভার্সিটি পারিবারের জন্য অপূরণীয় ক্ষতি। তার দূরদর্শী নেতৃত্ব, অটল নিষ্ঠা এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অমূল্য অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। তিনি মানসম্পন্ন শিক্ষা প্রদান এবং ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই শোকের সময়ে সাউথইস্ট ইউনিভার্সিটি তার পরিবার, বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। তার সেবা, নম্রতা এবং আদর্শ নেতৃত্ব আমাদের সকলকে অনুপ্রাণিত করে চলবে। তার মৃত্যুতে শোক জানিয়েছে অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি)।

কামালউদ্দিন চৌধুরী ১৯৪২ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৩ সালে তৎকালীন হাবিব ব্যাংক লিমিটেডে শিক্ষানবিস কর্মকর্তা হিসেবে যোগ দেন। সেখান থেকে ডেপুটি জেনারেল ম্যানেজার হয়েছিলেন। ১৯৮৯ সালে ইসলামী ব্যাংকে যোগ দেন। প্রায় এক যুগেরও বেশি সময় সেখানে কর্মরত ছিলেন। ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে অবসরে যান।

এরপর তিনি ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ও শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ও হজ ফাইন্যান্সের পরিচালকের দায়িত্ব পালন করেন।

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে গেছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence