নবীনদের বরণ করে নিল নর্থ সাউথ ইউনিভার্সিটি

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন বরণ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন বরণ  © জনসংযোগ

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) স্প্রিং সেমিস্টার-২০২৫ ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ শনিবার (১১ জানুয়ারি) আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি এবং একাডেমিক পদ্ধতির সঙ্গে নবীন শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ২১ জন শিক্ষার্থীকে শতভাগ মেধাবৃত্তিসহ মোট ৬৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন হারে বৃত্তি দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।

পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এনএসইউর রেজিস্ট্রার আহমেদ তাজমীন নতুন ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আপনারা আজ যে নতুন যাত্রা শুরু করছেন, এটাই আপনাদের পরবর্তী জীবনের পথ গড়ে দেবে। এই পথচলায় আপনাদের সঙ্গী হতে পেরে নর্থ সাউথ ইউনিভার্সিটি গর্বিত।’

স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম; স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন; স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক এ কে এম ওয়ারেসুল করিম শিক্ষার্থীদের কাছে নিজ নিজ স্কুলের পরিচয় তুলে ধরেন।

প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ‘নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয় কেবল উচ্চতর শিক্ষার জায়গা নয়, এটি জাতীয় অগ্রগতির জন্য গবেষণার একটি কেন্দ্র। আমরা এখনো জাতীয় নীতি নির্ধারণে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে সঙ্গী করতে পারিনি। জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলোকে ভূমিকা রাখতে হবে।’

এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘নর্থ সাউথ ইউনিভার্সিটি ধারাবাহিকভাবে দেশের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে টিএইচই ও কিউএস র‍্যাঙ্কিংয়ে স্থান করে নিয়েছে। এই অর্জন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাদের গবেষণা এবং শিক্ষার্থীদের একান্ত প্রচেষ্টার প্রতিফলন। আমাদের লক্ষ্য এমন গ্র্যাজুয়েট তৈরি করা, যারা কেবল একাডেমিক শ্রেষ্ঠত্ব অর্জনের পাশাপাশি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভূমিকা রাখবে। এনএসইউয়ের ক্লাব ও বিভিন্ন এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটি নতুন শিক্ষার্থীদের লক্ষ্য ও উদ্দেশ্য খুঁজে পেতে এবং তা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি।’

অনুষ্ঠানের সমাপনীতে ধন্যবাদ জানান এনএসইউ কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান। নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের (এনএসইউএসএস) মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence