বিইউএফটিতে জমজমাট ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট

১১ জানুয়ারি ২০২৫, ০৮:৩৮ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM

© জনসংযোগ

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের সহযোগিতায় দুই দিনব্যাপী ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট ২০২৫ শুরু হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শুরু হওয়া এই ফেস্ট চলবে আগামীকাল রবিবারও (১২ জানুয়ারি)। শতাধিক কোম্পানির অংশগ্রহণ এবং হাজারো চাকরিপ্রার্থী ও দর্শনার্থীর উপস্থিতিতে চলছে জমজমাট এই ফেস্ট।

আয়োজকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজনের প্রথম দিনে আজ একাডেমিক এবং শিল্প উদ্যোক্তাদের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং সংশ্লিষ্ট খাতের শতাধিক কোম্পানি, ৪ হাজারের বেশি চাকরিপ্রার্থী এবং ২০ হাজারের বেশি দর্শনার্থী উপস্থিত ছিলেন। চাকরিপ্রার্থীরা শীর্ষস্থানীয় নিয়োগ কর্তাদের সাথে সরাসরি যুক্ত হয়ে ইন্টারভিউ দেয়ার সুযোগ পেয়েছেন। আয়োজনে ছিল কর্মশালা, সেমিনার এবং প্যানেল আলোচনা।

ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ এশিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. মতিন চৌধুরী, বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এন্ডই’র ব্যবস্থাপনা পরিচালক জনাব সায়েদ আরেফিন। স্বাগত বক্তব্য রাখেন বিইউএফটি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। সমাপনী আয়োজনে বিজিএমইএ’র প্রশাসক মো. আনোয়ার হোসেন, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, ইউসিবি’র চেয়ারম্যান শরীফ জহির, বিজিবিএ’র সভাপতি মোফাজ্জল হোসেন পাভেল, বিজিএপিএমইএ’র সভাপতি আল শাহরিয়ারের উপস্থিতিতে মুখরিত থাকবে।  

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি ও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানসিকতার পরিবর্তন বিষয়ে দক্ষতার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গ্রেড বা ডিগ্রি দিয়ে জীবন চলে না। ইংরেজি ভাষাগত দক্ষতা না থাকায় আমাদের অন্যের লিডারশিপ নিতে হচ্ছে।

কিশোরগঞ্জে জনসভায় আসার পথে অসুস্থ হয়েছেন ফজলুর রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
এনএসইউতে অভিবাসী রিপোর্টিং বিষয়ে সিএমএস ও আইএলও’র গণমাধ্যম …
  • ২২ জানুয়ারি ২০২৬
নতুন পে স্কেলের বেতন ও ভাতা নিয়ে ১৫ প্রশ্ন ও উত্তর
  • ২২ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে যাওয়ার পথে জুলাই শহীদের বাবার …
  • ২২ জানুয়ারি ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বসন্তকালীন সেমিস্টারের নবীনবরণ …
  • ২২ জানুয়ারি ২০২৬
নোবিপ্রবি শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার
  • ২২ জানুয়ারি ২০২৬