সাউথইস্ট ইউনিভার্সিটি ফল সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

১৫ নভেম্বর ২০২৪, ১২:২৬ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
 নবীনবরণ অনুষ্ঠিত

নবীনবরণ অনুষ্ঠিত © টিডিসি ফটো

সাউথইস্ট ইউনিভার্সিটি ফল ২০২৪ সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানাতে ১৩ ও ১৪ নভেম্বর মোট চারটি সেশনে বিশ্ববিদ্যালয়টির মাল্টিপার হলে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নবীন শিক্ষার্থীদের জন্য উদ্বোধনী অধিবেশনটি শুরু হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশ বিশ্ববিদ্যালয় (বুয়েট)-র অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। একই দিনে বিকেল ৩টায় দ্বিতীয় অধিবেশনে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), স্থাপত্য ও টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদেরও স্বাগত জানানো হয়।

প্রথম দিনের অধিবেশনে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপউপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তৃতীয় অধিবেশন শুরু হয় সকাল ১১টায়। এতে বাংলা, ইংরেজি এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। এ সেশনে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সদস্য (ভ্যাট-পলিসি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ।

চতুর্থ অধিবেশনটি একই দিনে বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়, যেখানে সাউথইস্ট বিজনেস স্কুলের শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। এ অধিবেশনে প্রধান অতিথি ছিলেন এফসিএ, আইসিএবি-এর সাবেক সভাপতি এবং এক্সপো গ্রুপের পরিচালক এবং সিইও ড. মাহমুদুল হাসান খসরু।

শেষ দিনের অধিবেশনে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। নবীন বরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, অতিরিক্ত রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের আন্তরিক স্বাগত জানান।

এসময় অতিথিরা নবীন শিক্ষার্থীদের সময়ানুবর্তিতা ও নিষ্ঠতার ওপর জোর দেন। তারা আত্মোন্নয়নের গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন।

ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে
  • ২৩ জানুয়ারি ২০২৬
দশ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্ত…
  • ২৩ জানুয়ারি ২০২৬
হাদির হত্যার বিচারের দাবিতে তিতুমীরে বিক্ষোভ মিছিল
  • ২৩ জানুয়ারি ২০২৬
সৌদিতে রমজানে নামাজে লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা
  • ২৩ জানুয়ারি ২০২৬
উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট: জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
উৎসব আনন্দে জবিতে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা
  • ২৩ জানুয়ারি ২০২৬