ফেসবুক পোস্টের জেরে ড্যাফোডিল ছাত্রীকে হেনস্তা হল প্রভোস্টের

১১ নভেম্বর ২০২৪, ০৫:৩২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM

© সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক ছাত্রীকে হেনস্তা ও লাঞ্ছনার অভিযোগ উঠেছে হল প্রভোস্টের বিরুদ্ধে। অভিযোগকৃত প্রভোস্টের নাম আছমা আলম, তিনি বিশ্ববিদ্যালয়ের রওশন আরা স্কলার গার্ডেন-১ প্রভোস্ট হিসেবে নিয়োজিত রয়েছেন। আর অভিযোগকারী সিলভি তাবাসসুম বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী।  

সিলভি তাবাসসুম বলেন, গত শনিবার আমার রুমমেট তার বাবার মৃত্যুর খবর শুনে বারবার প্যানিক অ্যাটাক করছিলেন। রুমমেট হিসেবে আমরা তার হয়ে অ্যাপ্লিকেশন নিয়ে হল অফিসে যাই, হল অফিসে কেউ না থাকায় অ্যাপ্লিকেশন পৌঁছানো সম্ভব হয়নি সেসময়।অন্যদিকে অ্যাপ্লিকেশন না দেওয়ায় তাকে দারোয়ান'রা গেইটে আটকে দেয়। পরবর্তীতে তাকে যেতে দেয়া হয় অ্যাপ্লিকেশন দেয়া শর্তে।  

তিনি আরও বলেন, আমার বান্ধবী যাওয়ার পর আমরা অ্যাপ্লিকেশন দিতে গেলে তার বাবার মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়ার জন্য  মায়ের ফোনে কল দেয়া হয় এবং তিনি আসলেই মৃত্যুবরণ করেছেন কিনা নিশ্চিত হওয়ার জন্য।

“তখন আমার কাছে বিষয়টি অনেক খারাপ লাগে এবং সেটিকে কেন্দ্র করে আমি একটি ফেসবুক পোস্ট দেই। সেই ফেসবুক পোস্টের জেরে আমাকে অকথ্য ভাষায় বকাবকি করা হয় এবং হল থেকে শোকজ লেটার এবং বের করে দেওয়ার হুমকি দেন প্রভোস্ট।”

সিলভি তাবাসসুমের দাবি, তিনি তার ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয়ের নাম পর্যন্ত উল্লেখ করেননি, তারপরও উনার (হল প্রভোস্ট) এরকম ব্যবহারে আমি মানসিকভাবে বিধ্বস্ত ।  

অন্যদিকে এই প্রতিবেদক প্রোভোস্ট আছমা আলমের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আপনার কিছু জানার থাকলে অভিযোগকারী শিক্ষার্থীসহ আপনার পরিচয়পত্র নিয়ে আমার সাথে এসে দেখা করবেন। তার আগে এ বিষয়ে কথা বলে যাবে না বলে তিনি জানান।

ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে
  • ২৩ জানুয়ারি ২০২৬
দশ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্ত…
  • ২৩ জানুয়ারি ২০২৬
হাদির হত্যার বিচারের দাবিতে তিতুমীরে বিক্ষোভ মিছিল
  • ২৩ জানুয়ারি ২০২৬
সৌদিতে রমজানে নামাজে লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা
  • ২৩ জানুয়ারি ২০২৬
উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট: জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
উৎসব আনন্দে জবিতে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা
  • ২৩ জানুয়ারি ২০২৬