ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ‘ন্যাশনাল রোবো ফেস্ট’ অনুষ্ঠিত

ন্যাশনাল রোবো ফেস্ট
ন্যাশনাল রোবো ফেস্ট  © সংগৃহীত

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ন্যাশনাল রোবো ফেস্ট ২০২৪’ প্রতিযোগিতা। দেশের ৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫২৬ টি দলের ২ হাজারেরও বেশী শিক্ষার্থী এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ০৭-০৯ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই উৎসব চলে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আফতাবনগর ঢাকায়। 

এবারের রোবো ফেস্টের প্রধান আয়োজন গুলোর মধ্যে ছিল; প্রোগ্রামিং হিরো প্রেজেন্টস ন্যাশনাল হ্যাকাথন, ন্যাশনাল সায়েন্স অ্যান্ড আইটি অলিম্পিয়াড, প্রোজেক্ট শোকেস, রোবট এক্সিবিশন, ক্যাপচার দ্য ফ্ল্যাগ, কেস সল্ভিং এবং ‘শিল্পে টেকসই এআই ৫.০’ নিয়ে গোলটেবিল আলোচনা। সেইসাথে ছিল শিক্ষার্থীদের জন্য উত্তেজনাপূর্ণ বিভিন্ন গেমিং পর্ব; যেমন স্পোর্টস রাইভালস, লাইন ফলো রোবো চ্যালেঞ্জ, রোবো সকার, ইত্যাদি। 

ন্যাশনাল রোবো ফেস্টের অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক, ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ট্রাস্টি বোর্ড সদস্য ড. খলিলুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিক,  প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা এ ওয়াই এম মোস্তফা, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স ক্লাবের উপদেষ্টা, অধ্যাপক ড. আহমেদ ওয়াসিফ রেজা সহ আরও অনেকে। 

অতিথিবৃন্দ তাঁদের বক্তৃতায় বলেন, প্রথম শিল্প বিপ্লবের ফলে আমাদের অঞ্চলের মানুষ উদোক্ত্যা থেকে প্রজায় রূপান্তরিত হয়েছিল, বিকশিত হয়েছিল ইউরোপ কিন্তু পঞ্চম শিল্প বিপ্লবের আগেই আমাদের তৈরি হতে হবে যেন এবারে আমরা বিপ্লবের অগ্রভাগে থাকতে পারি। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এই রোবোটিক্স প্রতিযোগিতা সেই প্রস্তুতির জন্য বিশেষভাবে অবদান রাখবে বলে তাঁরা প্রত্যাশা করেন।  


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence