অফিস থেকে বেরিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল ব্র্যাক শিক্ষার্থীর

২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৩ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১৩ PM
মুনতাকিম আলিফ

মুনতাকিম আলিফ © সংগৃহীত

রাজধানীর নিকুঞ্জ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন মুনতাকিম আলিফ (২৭) নামে এক তরুণ চাকরিজীবী। নিহত আলিফ রাজধানীর নিকুঞ্জ এলাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। আজ মঙ্গলবার সকালে অফিসের কাজ শেষে বাসায় যাওয়ার জন্য আরেক সহকর্মীর সঙ্গে বের হলে ছিনতাইকারীর কবলে পড়ে নিহত হন তিনি।

মুনতাকিম আলিফ ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার আগেই গত ১০ মাস ধরে ওই কোম্পানিতে খণ্ডকালীন চাকরি শুরু করেছিলেন। তিনি কাওলা এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে। তার বাবা জুলফিকার আলী ঠাকুরগাঁও জজকোর্টের পেশকার।

খিলক্ষেত থানার ওসি আজহারুল ইসলাম বলেন, রাতের পালার কাজ শেষে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে বাসায় যাওয়ার জন্য আরেক সহকর্মীর সঙ্গে বের হন আলিফ। তারা নিকুঞ্জ-১ থেকে ফ্লাইওভারের কাছে যাওয়ার পর ছিনতাইকারীর কবলে পড়েন।

ওসি বলেন, তিনজনের মতো ছিনতাইকারী তাদের পথরোধ করে। আলিফ প্রতিরোধ করতে গেলে ছিনতাইকারীদের সঙ্গে টানাহেঁচড়া হয়। এক পর্যায়ে আলিফের বুকে ছুরি মারে ছিনতাইকারীরা। পরে উত্তরা আধুনিক হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি।

ওসি বলেন, নিকুঞ্জ-১ এলাকায় যে কোম্পানিতে আলিফ কাজ করতেন সেটি ইউরোপ-আমেরিকার গ্রাহকদের সেবা দেয়। যে কারণে তাদের অফিস সময় রাতে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। দুপুরের দিকে তার লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ফুফাতো ভাই গোলাম কিবরিয়া বলেন, একজন নারী কলিগসহ সে অফিস থেকে বাসায় ফেরার জন্য বের হয়েছিল। নিকুঞ্জ ফ্লাইওভারের ওখানে এলে তারা ছিনতাইকারীদের কবলে পড়ে। ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। তবে তার নারী কলিগ অক্ষত রয়েছেন।

চট্টগ্রামকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স
  • ২৩ জানুয়ারি ২০২৬
দেশ পুনর্গঠনে গণতন্ত্র চাই : তারেক রহমান
  • ২৩ জানুয়ারি ২০২৬
গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা এনসিপি’র
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল!
  • ২৩ জানুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্বরস্বতী পূজা উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের ব্যতিক্রমী নির্বাচনী জনসভা
  • ২৩ জানুয়ারি ২০২৬