আইএসইউ ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক কাদের নেওয়াজ

অধ্যাপক এইচ. টি. এম. কাদের নেওয়াজ
অধ্যাপক এইচ. টি. এম. কাদের নেওয়াজ  © সংগৃহীত

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) ট্রেজারার পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এইচ. টি. এম. কাদের নেওয়াজ। আগামী চার বছরের জন্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন তাকে এ পদে নিয়োগ দেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩৩ (১) অনুযায়ী অধ্যাপক এইচ. টি. এম. কাদের নেওয়াজকে ট্রেজারার পদে নিয়োগ প্রদান করা হলো।’

অধ্যাপক নেওয়াজ  সিরাজগঞ্জের কাজীপুরে সিংড়াবাড়ি গ্রামে ১৯৫৬ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম জমসের আলী মিয়া ও মাতা মরহুমা কবি সালেহা আলী। রাজশাহী বোর্ড থেকে ১৯৭২ সালে এসএসসি এবং ১৯৭৪ সালে এইচএসসি পাশ করেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং পরবর্তীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বিগত কয়েকদশক ধরে শিক্ষকতা, গবেষণা ও সামাজিক উন্নয়নে অবদান রেখে আসছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence