আন্দোলনের নিহতদের স্মরণে সাউথইস্ট ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল

১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৭ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:৩৩ PM
আন্দোলনের নিহদের স্মরণে সাউথইস্ট ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল

আন্দোলনের নিহদের স্মরণে সাউথইস্ট ইউনিভার্সিটিতে দোয়া মাহফিল © সৌজন্যে প্রাপ্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাউথইস্ট ইউনিভার্সিটির চার শিক্ষার্থীসহ সারা দেশের সকল শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এ সভা অনুষ্ঠিত হয়।

আন্দোলনে নিহত বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা হলেন, মো. রাব্বি মিয়া, রাকিব হোসাইন, ইমতিয়াজ আহমেদ জাবির ও রবিউল ইসলাম লিমন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন, শহিদ পরিবারের সদস্য ও সহপাঠীরা।

সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম এক লিখিত বক্তব্যে শহিদ ও আহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, দেশের জন্য শহিদদের আত্মত্যাগ ও সাহস সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন দোয়া মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং সাউথইস্ট বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। অন্যান্যদের মাঝে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী ফকরুদ্দিন আহমেদ, ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও দোয়া মাহফিলের পূর্বে শহিদদের স্মরণে ইউনিভার্সিটিতে নামকরণকৃত চারটি হলের নাম ফলক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে চার শহিদ পরিবারের সদস্যদের হাতে প্রত্যেক পরিবারের জন্য  দক্ষ (১০) লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। দোয়া মাহফিল ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। দোয়া পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডা. মো. আতাউর রহমান মিয়াজী।

নাহিদের আসনে আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার সাঁটানোর অভিযোগ বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘জু’মা আসে জু’মা যায়, হাদি হত্যার বিচার নাই’
  • ২৩ জানুয়ারি ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনি প্রচারণায় ডিম নিক্ষেপ
  • ২৩ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স
  • ২৩ জানুয়ারি ২০২৬