ব্র্যাক ইউনিভার্সিটির নতুন ভিসি ড. সৈয়দ ফারহাত আনোয়ারের যোগদান

ড. সৈয়দ ফারহাত আনোয়ার
ড. সৈয়দ ফারহাত আনোয়ার  © জনসংযোগ

ব্র্যাক ইউনিভার্সিটির নতুন উপাচার্য (ভিসি) হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার। সম্প্রতি রাষ্ট্রপতি ও আচার্যের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়ার পর আজ বুধবার (১১ সেপ্টেম্বর) তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ভিসি পদে ড. সৈয়দ ফরহাত আনোয়ারের নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।

তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতন-ভাতা প্রাপ্য হবেন এবং পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে  প্রজ্ঞাপনে বলা হয়েছিল।

আরও পড়ুন: ব্র্যাকের নতুন ভিসি অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ার

ড. সৈয়দ ফারহাত আনোয়ার তার দীর্ঘ ৩৮ বছরের ক্যারিয়ারে শিক্ষা, গবেষণা এবং ম্যানেজমেন্ট কনসালটেন্সিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।তিনি এশিয়া মার্কেটিং ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং আইবিএ থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করেছেন। তিনি কানাডার ইউনিভার্সিটি অব নিউ ব্রান্সউইক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মার্কেটিং সিস্টেমস বিষয়ে পিএইচডি লাভ করেন।

জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে ড. সৈয়দ ফারহাত আনোয়ারের ৭০টিরও বেশি প্রকাশনা রয়েছে। ব্যবসায় ব্যবস্থাপনা সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ বইয়ের লেখক তিনি। তাঁর বিশেষজ্ঞ ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে মার্কেটিং, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, ব্র্যান্ড ম্যানেজমেন্ট, কর্পোরেট সামাজিক দায়িত্ব এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ব্যবস্থাপনা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটলার সেন্টার ফর মার্কেটিং এক্সিলেন্সের প্রতিষ্ঠাতা পরিচালক। এছাড়াও, তিনি বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে যোগ দিতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন ড. সৈয়দ ফারহাত আনোয়ার। তিনি বলেন, আমি আমাদের নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মী সবাইকে সাথে নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শক্ত ভিত্তিকে আরো মজবুত করতে চাই। একই সাথে এই বিশ্ববিদ্যালয় যেন সৃজনশীলতা, ক্রিটিক্যাল থিংকিং এবং সামাজিক দায়বদ্ধতাকে আরো উৎসাহিত করতে পারে তেমনই একটি প্রাণবন্ত শিক্ষার পরিবেশ করতে সৃষ্টি করতে চাই।’

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্ট্রিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ বলেন, ‘ড. সৈয়দ ফারহাত আনোয়ারকে ব্র্যাক ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে পেয়ে আমরা অত্যন্ত  আনন্দিত। ব্যাপক অভিজ্ঞতা এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে তিনি ব্র্যাক ইউনিভার্সিটিকে অ্যাকাডেমিক উৎকর্ষ এবং উদ্ভাবনের নতুন উচ্চতায় নিয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি।’

ব্র্যাক ইউনিভার্সিটিতে ড. সৈয়দ ফারহাত আনোয়ারের যোগদান বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক উৎকর্ষ এবং সমাজের প্রতি এই বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারকে আরও দৃঢ় করবে। এবং সেই সাথে এটি বাংলাদেশের উচ্চ শিক্ষায় ব্র্যাক ইউনিভার্সিটির ভূমিকাকে আরও মজবুত করবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence