বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অনুদান

১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০২ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৪ AM
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি © জনসংযোগ

সম্প্রতি ফেনী, কুমিল্লা ও নোয়াখালী জেলায় ভয়াবহ বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষকে ত্রাণ ও পুনর্বাসন সহায়তা প্রদানের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৩৩ লাখ ৭১ হাজার টাকার বেশি অনুদান দিয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সোনালি ব্যাংকের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এই অনুদান জমা দেওয়া হয়। 

পরে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি’র ট্রাস্টি বোর্ড, শিক্ষক এবং কর্মকর্তাদের কাছ থেকে স্বেচ্ছা প্রদত্ত এই অনুদানের টাকা সংগ্রহ করে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা করা হয়। এই আর্থিক অনুদানের পাশাপাশি, বন্যার শুরু থেকেই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নানানভাবে বন্যার্তদের উদ্ধার তৎপরতা, খাদ্য পানীয় জল সরবরাহ এবং বস্ত্র বিতরণে সক্রিয়ভাবে অংশ নেয়।

এই উদ্যোগের বিষয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. শামস রহমান বলেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আমরা সবসময়েই বৃহত্তর মানুষের কল্যাণকে গুরুত্ব দেই। সাম্প্রতিক বন্যা ফেনী, নোয়াখালী, কুমিল্লায় হাজার হাজার পরিবারকে বাস্তুচ্যুত করেছে। এই সংকটময় সময়ে তাঁদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। এই উদ্যোগের মাধ্যমে যদি ক্ষতিগ্রস্তদের কষ্টের কিছুটা লাঘব হয় সেটাতেই আমাদের সার্থকতা।

বন্যার্তদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প এবং গবেষণাভিত্তিক কাজের মাধ্যমে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি’র সহযোগিতা অব্যাহত থাকবে।

এনসিপির জেলা আহ্বায়ককে দল থেকে অব্যাহতি
  • ২৪ জানুয়ারি ২০২৬
ঢাকা কলেজে উচ্চমাধ্যমিক-অনার্স শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি
  • ২৪ জানুয়ারি ২০২৬
হাসিনা আপার কর্মী-সমর্থকদের জানাতে চাই, আমরা আছি আপনাদের পা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠার দুই যুগেও মাভাবিপ্রবিতে নেই নিজস্ব মন্দির, খোলা …
  • ২৪ জানুয়ারি ২০২৬
কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে…
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘ফ্যাসিস্ট আমলে জাতীয়তাবাদী আদর্শের যারা নিয়োগ পেয়েছে, তারা…
  • ২৩ জানুয়ারি ২০২৬