কেআইআইটি বিশ্ববিদ্যালয়ের ডি. লিট পেলেন সবুর খান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ নভেম্বর ২০১৮, ০৫:২০ PM , আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ১০:০৯ PM
ভারতের কলিঙ্গ ইনস্টিটিউট অব টেকনোলজি (কেআইআইটি) থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি চেয়ারম্যান ড. মো. সবুর খান।
১০ নভেম্বর কেআইআইটির ১৪তম সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য অধ্যাপক বেদ প্রকাশ এই সম্মানসূচক ‘ডক্টর অব লেটার্স’ ডিগ্রি ড. মো. সবুর খানের হাতে তুলে দেন।
ডিজিটাল সমাজ বিনির্মাণ, দক্ষ ব্যবস্থাপনা, তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রবণতা ছড়িয়ে দেয়া ও ড্যাফোডিল ইনস্টিটিউট অব সোস্যাল সায়েন্সের (ডিআইএসএস) মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পুনর্বাসন ও শিক্ষায় অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে তিনি এ ডিগ্রি অর্জন করেন।
কেআইআইটির এই সমাবর্তনে আরো উপস্থিত ছিলেন উড়িষ্যার গর্ভনর অধ্যাপক গণেষি লাল, কেআইআইটির প্রতিষ্ঠাতা ড. অচ্চ্যুত সামন্ত, উপাচার্য ঋষিকেষা মোহান্তি, রেজিস্ট্রার সাস্মিতা সামান্তাসহ কেআইআইটি বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।