জুলাই বিপ্লবের শহীদ সহযাত্রীদের স্মরণ করল নর্থ সাউথ ইউনিভার্সিটি

১৭ আগস্ট ২০২৪, ০১:০৮ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৭ AM
শহীদ ও আহতদের স্মরণে শোকসভা

শহীদ ও আহতদের স্মরণে শোকসভা © টিডিসি ফটো

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) জুলাই বিপ্লবে সকল শহীদ ও আহতদের স্মরণে শোকসভা-আলোর মিছিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেইটে অনুষ্ঠানটির আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন (এনএসইউএসএস)।

বিশ্ববিদ্যালয়টির শহীদ মিনার থেকে শোকযাত্রায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মী। পবিত্র কুরআন তিলাওয়াত ও শহীদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপরই জাতীয় সংগীত ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

নর্থ সাউথ ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অ্যাডভাইজার মুশররাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনএসইউ কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব গান। তিনি বলেন, ‘কোটা সংস্কারের সূত্র ধরে বাংলাদেশের ছাত্রসমাজ একটি অরাজনৈতিক আন্দোলন থেকে বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে বিশাল পরিবর্তন নিয়ে এসেছে। আন্দোলনের গুরু থেকে আমাদের ছাত্র-ছাত্রীরা নিজেদের সর্বোচ্চ দিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তাই স্বৈরাচার সরকার পতনের এই বিজয়ে উল্লেখযোগ্য অবদান রাখায় এনএসইউ শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাচ্ছি। একই সাথে শ্রদ্ধাভরে স্মরণ করছি এই বিপ্লবের সব শহীদকে।’

আন্দোলনের স্মৃতিচারণ করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মেহনাজ আশরাফি বলেন, ‘৫ আগস্ট সকালে আগস্ট সকালে আমাদের এনএসইউ ৮ নম্বর গেইটে জড়ো হওয়ার কথা ছিল। কিন্তু এখানে অনেক পুলিশ উপস্থিত থাকায় আমরা প্রায় ৩০০ জনের মতো ১ নম্বর গেইটে জড়ো হওয়ার সিদ্ধান্ত নিই। এসময় আচমকা আমাদের উপর পুলিশ লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ শুরু করে। এসময় আমাদের ৩০-৩০ সহপাঠী আহত হয়। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহতদের এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। যাদের আত্মত্যাগের জন্য আমরা দেশকে স্বৈরাচারমুক্ত করতে পেরেছি তাদের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করছি।’

আরেকজন এনএসইউ শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, ‘আগস্টের ১৯ তারিখে নর্দা এলাকায় আমাদের এনএসইউ স্টাফ আবির ভাই নিহত হয়েছেন। আমি এই আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করছি।’

স্মৃতিচারণের পর আগুনের পরশমনি মঙ্গলবার্তাসহ আরো বেশ কয়েকটি গান ও কবিতার মধ্য শিক্ষার্থীরা স্মরণ করেন তাদের হারানো সহযাত্রীদের। আলোক প্রজ্বলনের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন।

নির্ধারিত সময়ে শাকসু নির্বাচন চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে উ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
নির্বাচনী ব্যানার, বিলবোর্ড তৈরিতে নির্দেশনা দিল বিএনপি
  • ১৯ জানুয়ারি ২০২৬
সাইফের দুঃখ প্রকাশ
  • ১৯ জানুয়ারি ২০২৬
টেকনাফে ৭৫০ বস্তা সিমেন্ট-ট্রলারসহ ১১ পাচারকারী আটক
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, ভোগান্তি এড়…
  • ১৯ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই চাকরি বসুন্ধরা গ্রুপে, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9